এটা প্রিয়াঙ্কা! আড়াই দশক আগের ছবি দেখলে কার্যত চিনতেই পারবেন না দেশি গার্লকে
প্রিয়াঙ্কা চোপড়ার বেশ পুরনো দিনের কিছু ছবি এক যুবতী ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানে অভিনেত্রীকে তাঁর মায়ের সঙ্গে দেখা যায়। অভিনেত্রীর তখন কিশোরী বয়স, থাকতেন বরেলিতে। যুবতীর সেই পোস্ট বেশ ভাইরাল হয়েছিল। অনেকেই তাতে মতামত জানিয়েছিলেন। এবার খোদ প্রিয়াঙ্কা সেই পোস্টে রিঅ্যাক্ট করলেন। কী বললে। অভিনেত্রী?
এলিন ভাস্বনী কিছুদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে, সে পোস্টের ক্যাপশনে লেখেন ‘আমার মা জানালেন তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে সেই ৯০ এর দশক থেকে চেনেন যখন তিনি বরেলিতে থাকতেন।’ এরপর তিনি আরও একটি ভিডিয়ো পোস্ট করেন, সেখানেও অল্প বয়সী প্রিয়াঙ্কাকে দেখা যায় আরেকটি মহিলার সঙ্গে কথা বলতে। সেই ভিডিয়োতে অভিনেত্রীকে কালো এবং সাদা শার্ট এবং লম্বা কালো স্কার্ট পরে থাকতে দেখা যায়। অন্যদিকে তাঁর সঙ্গে থাকা মহিলার পরনে ছিল হলুদ রঙের চুড়িদার।
এলিন এই ভিডিয়োটি শেয়ার করে লেখেন, ‘কী!’ তিনি তাঁর এই পোস্টে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, নিক জোনাস, ৯০ এর দশক, স্মৃতি, নস্টালজিয়া, ফানি, রিলস, ট্রেন্ডস, ইনস্টাগ্রাম, ইনস্টা, হ্যাপি, ভাইরাল ভিডিয়ো, ইত্যাদি।
পোস্টটি যাঁকে নিয়ে তাঁর কাছে গিয়েও পৌঁছয়। অভিনেত্রী সেই ছবি দেখে অতীতের দিনে ফিরে যান। নস্টালজিয়ায় ভাসেন। স্মৃতিচারণ করে এলিনের সেই পোস্টে উত্তর দেন তিনি।
এই পোস্টে রিঅ্যাক্ট করে অভিনেত্রী লেখেন, ‘আরে বাহ! প্লিজ তোমার মাকে বলো আমি ওকে হাই বললাম। ধন্যবাদ ছবিগুলো ভাগ করে নেওয়ার জন্য।’ এলিন অভিনেত্রীর এই উত্তর বোধহয় প্রত্যাশা করেননি। তাই তাঁর উত্তর পেয়ে রীতিমত চমকে ওঠেন! প্রিয়াঙ্কার মন্তব্যের তিনি উত্তরে লেখেন, ‘ওহ মাই গড! আপনি উত্তর দিলেন! আমি এটা একদম আশা করিনি। আমার মা আপনার কথা খুব বলে। আপনার সঙ্গে কাটানো সময়গুলো তাঁর খুব মনে পড়ে।’
অভিনেত্রীর জন্ম জামশেদপুরে হলেও তিনি পড়াশোনার জন্য প্রায় গোটা দেশ জুড়ে ঘুরে বেড়িয়েছেন। তিনি মাত্র ১৩ বছর বয়সে আমেরিকা যান পড়তে। সেখান থেকে ফেরার পর তিনি তাঁর হাই স্কুলের পড়াশোনা শেষ করেন বরেলির আর্মি পাবলিক স্কুল থেকে।
বর্তমানে প্রিয়াঙ্কা আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকেন স্বামী নিক এবং তাঁদের কন্যা, মালতি মারি চোপড়া জোনাসের সঙ্গে। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি নিককে বিয়ে করেন। যোধপুরে তাঁদের বিয়ে হয়েছিল। এরপর ২০২২ এর জানুয়ারি মাসে তাঁদের কন্যার জন্ম হয় সারোগেসির মাধ্যমে।
আগামীতে প্রিয়াঙ্কাকে একাধিক প্রজেক্টের দেখা যেতে চলেছে। এর মধ্যে অন্যতম হল ‘লাভ এগেন’, ‘সিটাডেল’ সিরিজ। এছাড়া তাঁকে ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতেও দেখা যাবে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে।
For all the latest entertainment News Click Here