এটা ‘পারিবারিক লালসার গল্প’, লাস্ট স্টোরিজ ২ নিয়ে কী ইশারা আর বাল্কির?
লাস্ট স্টোরিজের মতো লাস্ট স্টোরিজ ২ নিয়েও দর্শকদের উন্মাদনা তুঙ্গা। যৌনতার গন্ধ পেয়ে নেটফ্লিক্সে ভিড় জমিয়েছেন মানুষ। চারটি পৃথক গল্প নিয়ে তৈরি এই অ্যান্থোলজি। যার মধ্যে নীনা গুপ্তা, ম্রুনাল ঠাকুর ও অঙ্গদ বেদি নিয়ে তৈরি গল্পটির পরিচলনা করেছেন আর বাল্কি। এবারে নিজের বানানো অংশটিকে ‘পারিবারিক লালসার গল্প’ বললেন পরিচালক।
তাঁর সেগমেন্টকে ‘পারিবারিক লালসা গল্প’ বলার কারণ বিশ্লেষণ করে আর বাল্কি বলেন, ‘আমি পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য করি না, একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে গল্প দেখানোর চেষ্টা করি। মৌলিকভাবে এটি খুব সাধারণ একটি কথোপকথন, যাকে আমি বলব ‘ইউ’ রেটেড লস্ট স্টোরি। আপনি পুরো পরিবারের সঙ্গে বসে এটি দেখতে পারবেন। এটি একটি পারিবারিক লালসার গল্প।’
লাস্ট স্টোরির এই অংশে নীনার মুখের একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছে। যেখানে দাদির চরিত্রে থাকা নীনাকে বলতে শোনা যাচ্ছে, ‘গাড়ি নেওয়ার আগে টেস্ট ড্রাইভ করো তো? তাহলে বিয়ের আগে টেস্ট ড্রাইভ করবে না কেন?’ সেই প্রসঙ্গ টেনেই আর বাল্কি বললেন, ‘আপনারা সবসময় লালসার গল্পগুলিকে রসালো জিনিস হিসেবে ভাবেন। তবে তা সুন্দরও হতে পারে। আমাদের মনে হয়েছিল এটা একটা মজার জিনিস হবে দেখানো, পরিবারের মধ্যে এমন ধরণের কথা, যা তারা কখনোই করেন না। একজন বাবা কি কখনও তার মেয়েকে প্রেমিকের সঙ্গে থাকা যৌন সমম্পর্কে নিয়ে কথা বলতে পারেন? কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তাঁদের জীবনের ভিত্তি।’
আরও পড়ুন- মাতৃত্বের ঘোষণা করেই পুরীতে শুভশ্রী, গর্ভাবস্থার চতুর্থ মাসে বউকে আগলে রথ রাজের
‘নীনার চরিত্র একজন ঠাকুমার। খুব সাধারণ আর পাঁচটা ঠাকুমার মতোই। রক্ষণশীল, ঐতিহ্যশালী। সে যা বলছে তা সাধারণ জ্ঞান। মানুষের বিয়ে করার অনেক কারণ আছে, …এটার থেকে আর কারণ কী হতে পারে। এই প্রশ্ন অনেক মা-বাবাই করে না। ঠাকুমার থেকে ভালো এই প্রশ্ন করার আর কেই বা থাকতে পারে!’
আর বাল্কি ছাড়াও ‘লাস্ট স্টোরিজ ২’-এর পরিচালনা করেছেন কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ, এবং অমিত শর্মা। নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ ২-এর অন্যান্য অংশ পরিচালনা করেছেন। এতে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, কাজল, তিলোত্তমা সোম এবং কুমুদ মিশ্র। ছবিটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
For all the latest entertainment News Click Here