‘এটা দীপিকা’! মুখ ভরা বলিরেখা, মেকআপ ছাড়া নায়িকাকে দেখে হল ‘বুড়ি’ বলে কটাক্ষ
সম্প্রতিই নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড 82E নিয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। আর তারই বিজ্ঞাপনে ‘পাঠান’ অভিনেত্রাীকে দেখা গেল মেকআপ হীন লুকে। আর এটাই মন কাড়ল সকলের। নো ফিল্টার, নো মেকআপ লুকে দীপিকাকে দেখে যেন আরও বেশি করে ভালোবাসছে তাঁর দর্শকরা।
এই ভিডিয়ো শ্যুট করা হয়েছে ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২-তে তাঁর কাপ উদ্বোধন করতে যাওয়ার ঠিক আগে। আর্জেন্তিনা ও ফ্রান্সের ফাইনালের ঠিক আগে ট্রফি উন্মোচন হয় তাঁর হাত ধরে। ট্রফি রাখার বক্সটি বানিয়েছিল লুই ভিতোঁ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা।
দীপিকার দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট সন্ধ্যা শেখর প্রথমে দীপিকারই স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তাঁর মুখ ম্যাসাজ করে দেয়। মেকআপ চেয়ারে গা এলিয়ে দেওয়া ‘পিকু’ অভিনেত্রীর স্মাইল লাইন থেকে শুরু করে বলিরেখা সমস্তটাই ফুটে ওঠে বেশ স্পষ্টভাবে। আর এটাই মন কেড়ে নিয়েছে দীপিকার ভক্তদের। এত বড় তারকা হওয়া সত্ত্বেও এই ভিডিয়ো করার সাহস দেখিয়েছেন তিনি।
একজন লিখেছেন, ‘এটা প্রমাণ হল তারকাদেরও আমাদের মতো ত্বকের সমস্যা রয়েছে। আর দীপিকার আত্মবিশ্বাসই সেটা এভাবে সকলের সামনে নিয়ে এল। তুমি আরও এগিয়ে যাও মেয়ে।’ অপরজন লিখলেন, ‘আজকের নায়িকারা নিজেদের মেকআপহীন ত্বক দেখানোর সাহস পায়। আগে তো এসব ভাবাই যেত না।’ তবে কটাক্ষও হল। এক হেটার্স লিখেছেন, ‘বুড়ি লাগছে তোমাকে। এবার অন্তত কচি সেজে থাকাটা বন্ধ করো’। অপরজন লিখলেন, ‘এই মুখ দেখে ভয় পেয়েই রণবীর (কাপুর) তোমায় ছেড়ে দিয়ে কচি আলিয়ার কাছে গিয়েছে।’
আপাতত সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’-এর প্রচারে ব্যস্ত দীপিকা। এই ছবি দিয়েই পাঁচ বছর পর পরদায় ফিরছেন শাহরুখ খান। এতে রয়েছেন জন আব্রাহামও।
For all the latest entertainment News Click Here