‘এটা কী বানিয়েছ? হাটাও শিগগির’, ছবি অপছন্দ হলে মুখের উপর এসব বলতেন আমিরের মা!
ছোটবেলায় নাকি মায়ের প্রচুর বকুনি খেয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট। সদ্য ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান লঞ্চের প্রোমোশনে গিয়ে সেকথাই ফাঁস করেন আমির খান। যেসব ছবিগুলি তাঁর মা জিনাত হুসেনের পছন্দ হত না, সেগুলি নিয়ে কী প্রতিক্রিয়া দিতেন? এ বিষয় কথা বলেছেন ‘লাল সিং চাড্ডা’ অভিনেতা।
আমির ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান প্রকাশ করেন। গানের নাম ‘কাহানি’। গানটি মুক্তি পেয়েছে রেডিয়ো স্টেশনে। আমিরের কথায়, রোডিয়ো স্টেশনে গানটি মুক্তি পেয়েছে। কারণ একটি গান কেবল দৃশ্যের সাহায্যে দেখার পাশাপাশি শোনারও যোগ্য। গেয়েছেন মোহন কানন, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সঙ্গীত করেছেন প্রীতম। আরও পড়ুন: রেডিয়োতে মুক্তি ‘লাল সিং চাড্ডা’র নতুন গান ‘কাহানি’, গান প্রসঙ্গে যা বললেন আমির
নিখুঁত অভিনয় এবং ইদানীং নিখুঁত ছবি তৈরি করে বলিউডে নিজেকে ‘মিস্টার পারফেক্টসনিস্ট’ হিসেবে গড়ে তুলেছেন আমির খান। যদিও তাঁর অভিনীত ছবি পছন্দ না হলে নাকি সটান মুখের উপর বলে দেন তাঁর মা তিনাত হুসেন! ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘মায়ের যখন আমার কোনও ছবি পছন্দ হয় না, সটান মুখের উপর বলে দেয়, এ সব কী বানিয়েছ? থামাও শিগগির!’
‘লাল সিং চাড্ডা’র টেস্ট স্ক্রিনিংয়ে তাঁর মায়ের প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে, আমির বলেন, ‘আমি সর্বদা আমার মায়ের প্রতিক্রিয়া সবার আগে পাই। এরপর, আমি আমার সন্তানদের প্রতিক্রিয়া পাই। মা ছবিটি অনেক পছন্দ করেছেন। এটি দেখার পর, তিনি আমাকে বলেছেন, ‘আমির, কারও কথায় কান দিও না। ছবিটা একদম নিখুঁত, এ ভাবেই মুক্তি পাক। কোনও রকম কাটাছেঁড়ার আর প্রয়োজন নেই!’ মায়ের কী অনুভূতি সেকথা জানাটা জরুরি বলে মনে করেন অভিনেতা।
গান সম্পর্কে বলতে গিয়ে আমির জানিয়েছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, লাল সিং চাড্ডার গানগুলি ছবির প্রাণ। এই অ্যালবামে আমার কেরিয়ারের সেরা কিছু গান রয়েছে। প্রীতম, অমিতাভ, গায়ক এবং টেকনিশিয়ানদের স্পটলাইটে রাখার জন্য এটি ইচ্ছাকৃত সিদ্ধান্ত। তারা মঞ্চের কেন্দ্রবিন্দুতে থাকার যোগ্য। সঙ্গীতও যথাযথ কৃতিত্বের যোগ্য। দর্শক গানের জন্য যে কেমন প্রতিক্রিয়া দেবেন, তা দেখার অধীর অপেক্ষায়। গোটা টিম নিজের হৃদয় এবং প্রাণ ঢেলে দিয়েছে সিনেমার জন্য।’
স্বাধীনতা দিবস উপলক্ষে রুপোলি পর্দায় হাজির হবেন ‘লাল সিং চড্ডা’। আমির ছাড়াও লাল সিং চড্ডায় দেখা মিলবে করিনা কাপুর খান, মোনা সিং ও নাগা চৈতন্যর। টম হ্যাঙ্কসের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এই ছবি। আগামী ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ‘লাল সিং চড্ডা’।
For all the latest entertainment News Click Here