এটা কী করলেন ল্যাবুশান! মুখ থেকে পড়ে যাওয়া চুইংগাম মাঠ থেকে তুলে.. দেখুন ভিডিয়ো
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশান বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় চরিত্র। টেস্টে বিশ্বের তিন নম্বরে থাকা এই ব্যাটসম্যান তাঁর কিছু স্টাইলের কারণে সব সময়ই আলোচনায় থাকেন। লর্ডস টেস্টেও তিনি এমন কিছু করলেন যার জন্য তিনি খবরের শিরোনামে উঠে এসেছিলেন। মার্নাস ল্যাবুশান মাঠে পড়ে থাকা চুইংগাম তুলে মুখে নিয়ে নেন। ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান শুধু রান তুলতেই পারদর্শী নন, তিনি মাঠে ভক্তদেরও প্রচুর বিনোদন দিয়ে থাকেন। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ঠিক সেটাই করেছিলেন অজি ব্যাটার। সকলের সামনেই মাটিতে পড়ে থাকা চুইংগাম মাটি থেকে তুলে মুখে পুরে নেন মার্নাস ল্যাবুশান।
ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৫তম ওভারে। সেই সময়ে স্টিভ স্মিথের সঙ্গে ক্রিজে ছিলেন মার্নাস ল্যাবুশান। ক্যামেরায় দেখা যায়, গ্লাভস ঠিক করার সময় মার্নাস ল্যাবুশানের মুখ থেকে চুইংগাম পড়ে যায়। এর পরে, তিনি সেটিকে মাটি থেকে তুলে মুখে নিয়ে নেন। মার্নাস ল্যাবুশানের অ্যাকশন বিশ্বজুড়ে তাঁর ভক্তদের অবাক করেছে। তবে এই ব্যাটসম্যান যেমন ভাবে মাঠে পড়ে যাওয়া চুইংগামটি তুলে মুখে নিয়েছে তা দেখে অনেকেই অবাক হয়েছেন। এই পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল এবং এখন এই ঘটনার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
কেনিংটন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়ও মার্নাস ল্যাবুশান খবরে ছিলেন। তবে এর পিছনের কারণ ছিল তাঁর ব্যাটিং নয়, প্যাভিলিয়নে ঘুমিয়ে পরেছিলেন তিনি। আসলে সেই সময়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওয়ার্নার তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন। তখনই ক্যামেরা মার্নাস ল্যাবুশানের দিকে ঘুরে দেখায় যে তিনি তখন ঘুমাচ্ছেন। তবে ওয়ার্নার আউট হওয়ার পর দর্শকদের আওয়াজে ঘুম ভেঙে চমকে ওঠেন মার্নাস ল্যাবুশান। তারপর দ্রুত নিজেকে প্রস্তুত করে মাঠে নেমে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতে মার্নাস ল্যাবুশানের এই ঘটনার ভিডিয়োও বেশ ভাইরাল হয়েছিল।
এদিকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের কথা বললে, ৩২৫ রানেই আটকেগেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ইনিংস ৩২৫ রানেই আটকে দিল অজি বোলাররা। ৯১ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন হ্যারি ব্রুকের পঞ্চাশ ছাড়া কেউই বড় রান করতে পারেননি। বেন স্টোকস ১৭ রান, জনি বেয়ারস্টো ১৬ রান ছাড়া কেউই সেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেনি। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক তিন উইকেট শিকার করার পাশাপাশি জোশ হ্যাজেলউড ২টি ও ট্রাভিস হেড ২টি উইকেট নিয়েছিলেন। ইনিংসের শেষ উইকেটটি নিয়েছিলেন কামিন্স। প্রথম দিনে অস্ট্রেলিয়া ৩৩৯/৫ স্কোরে শেষ করে। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় তাদের বোলাররা। অজিদেরকে ৪১৬ রানে অলআউট করে দিয়েছিল ইংল্যান্ড।
For all the latest Sports News Click Here