‘এটা কিন্তু T20 বা ODI নয়’, অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ক্লার্ক, চিন্তিত কৌশল নিয়ে
ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। চারটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে পা দেবে অজি বাহিনী। টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া কেন একটিও অনুশীলন ম্যাচ রাখেনি, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। অনুশীলন ম্যাচ না খেললে সিরিজের ফলাফলের উপর বেশ ভালো প্রভাব পড়বে বলে মনে করেন ক্লার্ক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে আসে। সেইসময় তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দল কেন ভারতে কোনও অনুশীলন ম্যাচ খেলছে না, তা আমি বুঝতে পারছি না। লম্বা সফরের আগে প্রস্তুতি ম্যাচ খেলা খুব প্রয়োজন। প্রস্তুতি ম্যাচে ভালো ফলাফল হলে মূল সিরিজে অনেক সাহায্য পাওয়া যায়।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক জাতীয় দলের হয়ে খেলেছিলেন ১১৫ টেস্ট ম্যাচ। রান করেছিলেন ৮,৬০০-র বেশি। তিনি মনে করেন, ভারতের মাটিতে খেলা ‘টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচের সঙ্গে টেস্ট ম্যাচের অনেক পার্থক্য রয়েছে। বিশেষ করে স্পিন বল খেলার জন্য আলাদা পরিকল্পনা দরকার হয়।’
তিনি বলেন, ‘ভারতে খেলার জন্য একটা ভিন্ন পরিকল্পনা দরকার হয়। অস্ট্রেলিয়াতে যেমনভাবে খেলা হয়, তা সম্পূর্ণ ভুলে যেতে হবে। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ইনিংস একভাবে শুরু হয়। রিভার্স সুইং অন্যরকম ভাবে সামলাতে হয়। এই মরশুমে অস্ট্রেলিয়াতে রিভার্স সুইং দেখাই যায়নি। খেলাগুলি দু’তিন দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে।’
ক্লার্ক মনে করেন, চার ম্যাচের এই সিরিজে ভারত দুই স্পিনার খেলাবে। সেটা অবশ্য ভারতের জন্য অনেক সুবিধা জনক হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া সম্ভবত বেশিরভাগ জোরে বোলারদের মাঠে নামাবে। এই প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘ভারতের মাঠে এই সিরিজ একটি বড় ভূমিকা পালন করবে। ভারত অন্তত দুই স্পিনার নিয়ে মাঠে নামাবে। তবে অস্ট্রেলিয়া সম্ভবত বেশিরভাগ পেসার নিয়ে নামবে।’
অস্ট্রেলিয়ার দল সম্ভবত আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতে এসে পৌঁছাবে। টানটান উত্তেজনাপূর্ণ এই সিরিজ খেলার আগে অজি বাহিনী সাতদিন সময় পাবে, যা যথেষ্ট বলে মনে করছেন না ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়ক বলেন, ‘ভারতীয় উইকেটে ব্যাট করা সবসময়ই একটু চাপের। সকালের দিকে নতুন বল টার্ন করবে। ফলে প্রথমে যারা ব্যাট করবে, তারা কিছুটা হলেও সমস্যায় পড়বে। তবে প্রথম ইনিংসে সব সময় স্কোরবোর্ডে একটু বড় রান রাখতে হবে। না হলে দ্বিতীয় ইনিংসে সমস্যা হতে পারে। কারণ সেই সময় বল যখন তখন বাউন্স করতে পারে, আবার লো হয়ে আসতে পারে।’
তবে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘এই ভারত সফরের আগে আমরা অনেকগুলি সিরিজ খেলেছি যা অনুশীলন ম্যাচের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মনে হচ্ছে অনুশীলন ম্যাচ খেলার বিশেষ প্রয়োজন নেই।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here