‘এটা আজও একটা রহস্য’, ২০১১-য় ভারতকে বিশ্বকাপ জেতানো তারকাদের উপেক্ষায় হতাশ ভজ্জি
বাস্তবিকই এটা একটা বড় ধাঁধা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে। শুধু ভারতীয় সমর্থদের কাছেই নয়, বরং হরভজন সিংও বিষয়টিকে এমন এক রহস্য হিসেব বর্ণনা করেন, যার কোনও উত্তর এখনও তাঁর কাছ নেই বলে জানান। আসলে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটাররা পরবর্তী সময়ে আর একটিও ম্যাচে কেন একসঙ্গে মাঠে নামার সুযোগ পাননি, সেটাই এখনও বুঝে উঠতে পারেননি ভাজ্জি।
উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে যে এগারোজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামেন, তাঁরা আর কখনও একসঙ্গে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। News24 Sports-এর সঙ্গে আলোচনায় হরভজন এই প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেও সেটা জানি না। হয়ত শুধুমাত্র বিশ্বকাপ পর্যন্তই ওদের ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা আমার কাছে আজও এক রহস্য যে, কেন আর একটিও ম্যাচে ওদের (বিশ্বকাপ জেতানো ক্রিকেটারদের) একসঙ্গে মাঠে নামানো হল না। এটা বিস্ময়কর সন্দেহ নেই। যদি পিছনে ফিরে ছবিটা বদলানো যেত, তাহলে বোধহয় ভালো হতে।’
ভাজ্জির কাছে জানতে চাওয়া হয় যে, তিনি কি বিশ্বকাপজয়ী সতীর্থদের সঙ্গে আরও একবার মাঠে নামতে চাইবেন? জবাবে হরভজন বলেন, ‘সবাই যদি ফের একজোট হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পাই মন্দ হয় না। দারুণ মজা হবে। তবে এটা দুর্ভাগ্যের যে বিশ্বকাপের পরে আর সবাই মিলে একসঙ্গে কোনও টুর্নামেন্ট খেলার সুযোগ পেলাম না, এমনকি একটি ম্যাচেও নয়।’
আরও পড়ুন:- IND vs PAK Live Streaming: বুধবার ছেলেদের ক্রিকেটে বছরের প্রথম ভারত-পাকিস্তান লড়াই, কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?
ভাজ্জি আরও যোগ করেন, ‘আমি এখনও বুঝে উঠতে পারি না যে, ২০১১ সালে বিশ্বকাপ জেতা পর্যন্ত দলটা খুব ভালো ছিল। তবে বিশ্বকাপের পরেই হঠাৎ করে প্রচুর বদল হল। যারা দেশকে বিশ্বকাপ জেতালো, তারা হঠাৎ করেই খারাপ ক্রিকেটার হয়ে গেল।’
আরও পড়ুন:- ICC Ranking: ২ সপ্তাহেই আতাপাত্তুর থেকে সিংহাসন কাড়লেন মুনি, বাংলাদেশে খারাপ খেলে বিশ্বব়্যাঙ্কিংয়ে পতন হরমনপ্রীতের
২০১১ সালে যারা বিশ্বকাপ জিতিয়েছিল, সেই দলের আরও কিছু ক্রিকেটার ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপে অংশ নিতে পারতেন কিনা এই প্রসঙ্গে হরভজন বলেন, ‘২০১১-র দলে এমন কিছু ক্রিকেটার ছিল, যাদের কাছে সেটাই শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে সেই সঙ্গে এমন কিছু ক্রিকেটারও ছিল, যারা অনায়াসে আরও কিছুদিন চালিয়ে যেতে পারত। এটা ঠিক যে, আমাদের বয়স হয়েছিল। তবে আমরা খেলতে পারতাম।’
ভাজ্জি স্পষ্ট জানান যে, তিনি ছাড়াও যুবরাজ সিং-গৌতম গম্ভীররা আরও কিছুদিন দেশের হয়ে খেলতে পারতেন।
For all the latest Sports News Click Here