এটা আউট নয় তো কোনটা? ফের হাস্যকর সিদ্ধান্ত মদনগোপালের, সটান DRS বোলারের, ভিডিয়ো
চলতি আইপিএলে অম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের ক্ষোভ প্রকাশ করার ঘটনা নতুন নয়। আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর। একবার তো পরপর তিন বলে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন অজিঙ্কা রাহানে ব্যাট করার সময়। সেই একই আম্পায়ার ফের রীতিমতো লোক হাসানো সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে।
রশিদ খানের বলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানায় গুজরাট। তবে আম্পায়ার নট-আউট রায় দেন। স্টাম্পের ঠিক সামনে যেভাবে ভিতরের পায়ে বল লাগে রোহিতের, তাতে চোখ বুজে আউট দেওয়া যেত হিটম্যানকে।
আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় কিপার ঋদ্ধিমান সাহা সরাসরি পরামর্শ দেন রিভিউ নেওয়ার। বোলার রশিদ খান ক্যাপ্টেনের সিদ্ধান্তের অপেক্ষা না করেই রিভিউয়ের সংকেত দেন। তাঁকে সমর্থন করেন গুজরাট দলনায়ক পান্ডিয়া। শেষমেশ ডিআরএসের সিগন্যাল দেন হার্দিক।
আরও পড়ুন:- GT vs MI: ‘অনেক হয়েছে, এবার ধন্যবাদ’, ঠুকঠুকে ব্যাটিং দেখে পোলার্ডকে প্রশ্ন অনুরাগীদের, টেস্ট খেলছেন নাকি?
টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল অফ- মিডল স্টাম্পে গিয়ে লাগছে। ফলে সিদ্ধান্ত বদল করতে হয় আম্পায়ার মদনগোপালকে। ৭.৩ ওভারের মাথায় এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করেন। রশিদ ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। রোহিত ছাড়াও রশিদ আউট করেন পোলার্ডকে।
For all the latest Sports News Click Here