‘এটাকেই মানুষ করা বলে’, সাঁতারে ৭ পদক জয়; আর মাধবন-পুত্র প্রসঙ্গে নেটিজেন
৪৭তম জুনিয়র জাতীয় অ্যাকোয়াটিক চ্যাম্পিয়ানশিপে অসামান্য সাফলতা পেয়েছেন অভিনেতা আর মাধবন পুত্র বেদান্ত। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি। বছর ১৬-এর ছেলের জন্য গর্বিত অভিনেতা বাবা।
বেঙ্গালুরুর বাসাভানাগুড়ি অ্যাকোয়াটিক সেন্টারে মহারাষ্ট্রের দলের প্রতিনিধিত্ব করেছেন বেদান্ত। ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার, ১৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪*১০০ ফ্রিস্টাইল রিলে এবং ৪*২০০ ফ্রিস্টাইল রিলে ইভেন্টে পদকজয়ী মাধবন-পুত্র। ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ও ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ব্রোঞ্জ পদক জয় বেদান্তর।
আর মাধবন পুত্রর বড় সাফল্যে অভিনেতার ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবির সহ অভিনেত্রী দিয়া মির্জা ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে বাবা-ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন। স্টোরির ক্যাপশনে দিয়া লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বেদান্ত’। সঙ্গে জুড়ে দিয়েছেন সিংহের ইমোজি। ছবিতে আর মাধবনকেও ট্যাগ করেছেন তিনি।
পদক জয়ের পরই নেটিজেনদের মুগ্ধ করেছেন মাধবন-পুত্র। অনেকেই ছবির নীচে এসে কমেন্ট বক্সে প্রশংসা এবং শুভেচ্ছা জানিয়েছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এটাকেই মানুষ করা বলে’।
কর্মক্ষেত্রে আর মাধবনকে শীঘ্রই ‘রকটরি’ ছবিতে দেখা যাবে। ২০২২ সালের ১ এপ্রিল মুক্তি পাবে সেই ছবি। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে।
For all the latest entertainment News Click Here