এটাও সম্ভব! শূন্য ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ কিউয়ি তারকার, দেখুন ভিডিয়ো
বাউন্ডারি লাইনের কাছে ঝাঁপিয়ে পড়লেন। এক হাতে নিলেন দুর্ধর্ষ ক্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের উইল ইয়ঙের সেই ক্যাচে মুগ্ধ হয়ে গেল ক্রিকেট দুনিয়া। ভাইরালও হয়ে গিয়েছে সেই ক্যাচের ভিডিয়ো। নেটিজেনদের বক্তব্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা সর্বকালের সেরা ক্যাচ।
সোমবার নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সেই দুর্ধর্ষ ক্যাচ নেন ইয়ং। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ৭৮.৩ ওভারে সেই ক্যাচ নেন। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে ডিপ মিড উইকেটের দিকে জোরালো শট মারেন মার্কো জানসেন। সেই শট ব্যাট থেকে বেরোনোর পর জানসেনও সম্ভবত ভেবেছিলেন যে নিশ্চিত চার হচ্ছে। কিন্তু কিউয়ি তারকার অন্য পরিকল্পনা ছিল।
যে বল তাঁর থেকে দূরে সরে যাচ্ছিল, তা ধরতে অনেকটা দৌড়ান ইয়ং। বলের গতির পরাস্ত হবেন বুঝতে পেরে বাঁ-দিকে ঝাঁপ দেন। তারপর শূন্যে ভেসেই বাঁ হাতে বল তালুবন্দি করেন। শুধু তাই নয়, ক্রাইস্টচার্চের মাঠে বাউন্ডারিও খুব একটা দূরে ছিল না। তাঁর গতি এতটাই বেশি ছিল যে বাউন্ডারির দিকে সরে যান। সেই পরিস্থিতিতেও যেভাবে ক্যাচ নেন কিউয়ি তারকা, তাতে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব।
সেই দুর্ধর্ষ ক্যাচের পরে অবশ্য ম্যাচে কিউয়িদের ভাগ্য পালটায়নি। বরং টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৩৬৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে গ্র্যান্ডহোমের ১২৯০ রানের সৌজন্যে ২৯৩ রান তুলতে পারেন কিউয়িরা। ৭১ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ন’উইকেটে ৩৫৪ রান তোলেন প্রোটিয়ারা। ৪২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২২৭ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। ১৯৮ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছেন ডিন এলগাররা।
For all the latest Sports News Click Here