‘এটাই শেষ নয়, পুরুষের থেকে যেন পিছিয়ে না থাকে’, বিশ্বজয়ী তিতাসের অপেক্ষায় মা
অনূর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শেফালি। সপ্তম ওভারে বল করতে আসেন বাংলার তিতাস সাধু। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার মেয়ে। ফাইনালে ম্যাচের সেরা হন তিনি। এই প্রথম বিশ্বকাপ ফাইনালে কোনও বাঙালি সেরা হলেন। সেই সেরা প্লেয়ারের অপেক্ষায় রয়েছেন তাঁর মা। অপেক্ষায় রয়েছে চুঁচুড়া। অপেক্ষায় পশ্চিমবঙ্গও।
রবিবার বিশ্বকে মাতিয়ে দিয়েছেন তিতাস। তবে চুঁচুড়ায় আনন্দটা যেন একটু বেশি। কারণ পাড়ার মেয়ে বিশ্বকাপ জিতেছে। তিতাসের মা ভ্রমর মল্লিক এই জয় নিয়ে বলেন, ‘প্রায় নয় মাস ধরে বাড়ির বাইরে রয়েছে তিতাস। বিশ্বকাপের জন্য কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন শুধু দিন গুনছি, কবে ও বাড়ি ফিরবে। কবে ওকে আবার একটু কাছে পাব।’
বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিতাস-সহ গোটা দলকে অনেকদিন ধরেই বাড়ির বাইরে থাকতে হয়েছে। তিল-তিল করে গড়ে তোলা স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় মহিলা দলের বোলিং ও ফিল্ডিং নজর কেড়েছে। তিতাসের মায়েরও ভালো লেগেছে তা। তিতাস-সহ গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
তিতাসদের রয়েছে পারিবারিক ব্যবসা। সারাদিনের ব্যস্ততার মধ্যেও তিতাসের খেলা নিয়ে কোনও খামতি রাখতে চান না তাঁর মা। ভ্রমর মল্লিক বলেন, ‘যখনই মেয়ে খেলে আমরা খুব উদগ্রীব হয়ে থাকি কেমন খেলছে ও। কতটা পারছে নিজের সেরাটুকু দিতে। তবে শুধু তিতাস নয়, প্রতিটি মেয়ের পারফরম্যান্সই ছিল দেখার মতো। ফলাফল কী হতে চলেছে, তা খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘যখন তিতাসের সঙ্গে দেখা করতে গিয়েছি তখন শুধু তিতাস নয়, সবার সঙ্গেই দেখা হয়েছে। প্রতিবার আমাকে অবাক করেছে মেয়েদের দৃঢ় মানসিকতা। প্রত্যেকেরই লক্ষ্য স্থির ছিল। সবাই মিলে দুর্দান্ত একটা টিম এফর্ট দেখিয়েছে, যা অসাধারণ।’
তিতাসের এই সাফল্যের পর তাঁকে থেমে যেতে দেখতে চান না তিনি। তিতাসের মা বলেন, ‘আমি সবসময় ওকে যেটা বলি, আজও সেটাই বলবে। একটা জার্নি। গন্তব্য নয়। যেটা করতে চাইছ, সেখানে সেরাটুকু দাও। এগিয়ে যাও। আমাদের দেশে লিঙ্গ বৈষম্য এখনও অনেক বেশি। তাই এমনভাবে এগিয়ে যাও, যাতে একইক্ষেত্রে একজন সফল পুরুষের থেকে কোনও অংশে পিছিয়ে না থাক।’
For all the latest Sports News Click Here