এটাই কি ধোনির শেষ IPL? রোহিতের উত্তরে বাড়ল জল্পনা
শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল। যার জন্য গোটা দেশ সারা বছর এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে। অবশেষে তা শুরু হতে চলেছে পুরনো নিয়মে। করোনার জন্য যা এতদিন বন্ধ ছিল। এবার ফের হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল। সেই সঙ্গে এই আইপিএল বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে করা হচ্ছে শেষবারের মতো আইপিএল খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। তবে এবার আইপিএল থেকে তাঁর অবসর নেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছে। এও শোনা যাচ্ছে মাহি নাকি ফ্র্যাঞ্চাইজিকে সেই কথা জানিয়েও দিয়েছেন।
আইপিএল শুরু হওয়ার আগে সব দল নিজেদের মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকেও আসছেন ক্রিকেটাররা। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা প্রাক-মরশুম সাংবাদিক বৈঠকে এসে মহেন্দ্র সিং ধোনির অবসরের সম্পর্কে মুখ খোলেন। প্রাক্তন ভারত অধিনায়কের আইপিএল থেকে অবসর নেওয়ার সম্পর্কে রোহিতককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি গত ২-৩ বছর ধরে শুনছি, এটা এমএস ধোনির শেষ মরশুম হতে চলেছে। আমার মনে হয় সে আরও কয়েকটি মরশুম খেলার জন্য যথেষ্ট ফিট।’
গত বছর আইপিএলের শুরুর দিকে মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে সিএসকের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরপর ব্যর্থতার পর ফের মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্বের ব্যাটন। তবে আইপিএলের সবচেয়ে সফল দল গত বছর খুবই খারাপ পারফরম্যান্স করে। এখনও পর্যন্ত চারবার আইপিএল খেতাব জিতেছে সিএসকে। এই বছর আইপিএল শুরু হবে গত বছরের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটন্স ও চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে।
এই বছর আইপিএলে অনেক তারকা ক্রিকেটার চোটের জন্য খেলতে পারবেন না। তাদের মধ্যে অন্যতম হল, ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। মুম্বইয়ের অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বুমরাহের খেলতে না পারা আমাদের জন্য একটা বড় ক্ষতি। তবে তরুণদের কাছে একটা একটা সুযোগ তৈরি করে দেবে। আমি তরুণদের উপর বেশি চাপ দিতে চাইনা। ওরা জানে ওদের ভূমিকা কী। আমাদের দলে এমন কয়েকজন আছে যারা আগে আইপিএল খেলেনি। তারা যদি ম্যাচে সুযোগ পায় তাহলে তাদের কাছে পরিবেশটা সহজ রাখার চেষ্টা করব।’ আগামী রবিবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স এবারের তাদের পথ চলা শুরু করবে।
For all the latest Sports News Click Here