‘এটাই এখন ট্রেন্ড!’ রীতেশের জন্মদিনে সলমনের উপহার দেখে মুগ্ধ ভাইজান ভক্তরা!
রীতেশের জন্মদিনে বড় চমক দিলেন সলমন খান। আগামী ৩০ তারিখ, অর্থাৎ ৩০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রিতেশ দেশমুখের নতুন মারাঠি ছবি ‘বেদ’। আর এই ছবির গান ‘বেদ লাভলি’তে দেখা যাবে সলমন খানকে। নিজেই সেই কথা একটি ভিডিয়ো প্রকাশ করে জানালেন। ভাইজান বেদ লাভলি গানটির টিজার পোস্ট করে সকল ভক্তদের তাক লাগিয়ে দেন। এই ছবিতে দেখা যাবে রীতেশ ঘরণী জেনেলিয়াকেও।
এই গানের এক ঝলক প্রকাশ করে সলমন লেখেন, ‘ভাইয়ের জন্মদিন বলে কথা! গিফট তো দিতেই হবে।’ এই গানের ঝলকে দেখা যায় সলমন এবং রিতেশ এক ধরনের একটি স্টেপে নাচ করছেন। মুম্বাইয়ের মতো পরিবেশে একটা ডান্স নম্বরের ঝলক দেখেই হতবাক দর্শকরা। গানের ঝলক দেখেই মেতে উঠেছেন দর্শকরা। ভাইজানকে একটা বারান্দা দিয়ে তাঁর স্টাইলেই লাফ মারতে দেখা যায়। লাফ মেরে তিনি একটি লরির উপর পড়েন।
এই গানের একটি দৃশ্যে ভাইজানকে পকেট একটা গ্লাস রেখে নাচ করতে দেখা যাবে। চলতি বছরের শুরুর দিকেও অভিনেতাকে পকেটে করে একটা গ্লাস নিয়ে বেরোতে দেখা গিয়েছিল। এবার সেটাই দেখা যাবে সেলুলয়েডের পর্দায়। জানা গিয়েছে সম্পূর্ণ গানটা শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
সলমনের এই নাচ দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছে। একজন কমেন্ট করে লেখেন, ‘এটাই এখন একটা স্টাইল হয়ে গিয়েছে। এটাই সলমন খানের স্টাইল।’ আরেকজন লেখেন, ‘সেরা গিফট যা কেউ দিতে পারে।’ ভাইজানের আরেক ভক্ত লেখেন, ‘বলিউডের ট্রেন্ড তো ভাই তৈরি করেন।’
এর আগে রীতেশ দেশমুখকে এই ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। তিনি সলমনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যায় শ্যুটিংয়ের সময় দুই অভিনেতাই খুব হাসছেন। তিনি জানান, ‘আমার প্রথম মারাঠি ছবির পরিচালনার কাজ শেষ। এই পথে অনেক বাধা বিপত্তি ছিল। কিন্তু যখন তোমার চারপাশে ভাল ভালো মানুষরা থাকেন তখন কোনও কিছুকেই বাধা মনে হয় না। আর তাঁদের একজন হলেন সলমন ভাই।’
রীতেশ দেশমুখ পরিচালিত ছবি বেদ আগামী ৩০ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।
For all the latest entertainment News Click Here