‘এটাই আমার শেষ বিশ্বকাপ, সিদ্ধান্ত চূড়ান্ত’, ঘোষণা মেসির, তবে রয়েছেন উদ্বেগেও
শুভব্রত মুখার্জি: একটা ধারণা ফুটবল মহলে ছিল। সেই ধারণাতেই বৃহস্পতিবার অফিসিয়াল শিলমোহর দিয়ে দিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। স্পষ্ট করে জানিয়ে দিলেন দেশের হয়ে কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।
সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে এক আলোচনায় মেসি জানিয়েছেন ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন বিশ্বকাপের দিন গুনছি। সত্যি কথা বলছি আমার সেরকম কোনও উদ্বেগ নেই। আমি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। আমরা সবাই এই এক জায়গাতেই রয়েছি। কী হবে সেটা নিয়ে আলাদা করে ভাবছি না।’
তিনি আরও যোগ করেন ‘এটা আমার শেষ বিশ্বকাপ। ভাবছি যে বিশ্বকাপটা কেমন যেতে পারে আমাদের জন্য? একদিকে আমার আর তর সইছে না বিশ্বকাপ শুরু হওয়ার। অন্যদিকে আমি মুখিয়ে রয়েছি দেশের হয়ে ভালো খেলার জন্য। আমাদের দলের এই মুহূর্তে সময়টা ভালো যাচ্ছে। দলটা বেশ শক্তিশালী। তবে বিশ্বকাপে অনেক কিছুই ঘটতে পারে। প্রত্যেকটা ম্যাচ কঠিন হতে চলেছে। এই কারণেই বিশ্বকাপ এত বেশি করে স্পেশাল। সবসময় যারা ফেভারিট তারাই এই একটি কারণে শিরোপা জিততে পারে না। এমনকি প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতেও পারে না। আমি জানি না আমরা ফেভারিট না। তবে এটা বলতেই হবে আর্জেন্টিনা বরাবর বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার থাকে। তবে এবার ফেভারিট হিসেবে অন্য অনেকেই আমাদের থেকে এগিয়ে থাকবে।’
চলতি মরুশুমে ক্লাব এবং দেশের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। ২০১৯ থেকে শুরু করে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে অপরাজিত রয়েছে। দেশের হয়ে মেসি তার প্রথম কোপা আমেরিকাও জিতেছেন শেষবারের টুর্নামেন্টে। এবার তার ভক্তদের আশা দেশকে বিশ্বকাপ এনে দিয়েই অবসর নেবেন মহাতারকা।
কাতার বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৫ বছর বয়সি তারকা মেসি। পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও একের পর এক অনবদ্য পারফরম্যান্স করছেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সাতবারের ব্যালন ডি অর জয়ীর ট্রফি ক্যাবিনেটে কার্যত সমস্ত ট্রফিই রয়েছে। তাই মেসি ভক্তদের আশা দেশের হয়ে শেষ বিশ্বকাপে দেশের হয়ে ট্রফিটা জিতুন এই মহাতারকা। কয়েকমাস আগে ইউরো চ্যাম্পিয়ন দল ইতালিকে হারিয়ে ফিনালিসমাও জিতেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
For all the latest Sports News Click Here