এটাই আমার ব্যাটিং স্টাইল, তা বদলাতে পারব না, সানির পরামর্শকে ডোন্ট কেয়ার সঞ্জুর
আইপিএল প্রায় শেষের মুখে। এখন বাকি শুধুমাত্র দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। তবে মুম্বই, গুজরাট, চেন্নাই, লখনউ ছাড়া সব দলই অনেক আগেই আইপিএল থেকে বিদায় নিয়েছে। গতবছর রাজস্থান রয়্যালস ফাইনালে উঠলেও এবছর তারা প্লে অফে জায়গা করতে পারেনি। এবছরের শুরুটা তারা ভালোভাবে করলেও শেষের দিকে দুর্বল হয়ে পড়ে। তারা ১৪টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে শেষ করে আইপিএলের যাত্রা।
রাজস্থান প্রথম ৬ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জেতে। কিন্তু তারপরেই ছন্দপতন ঘটে। পরের পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পারে সঞ্জু স্যামসনের দল। শেষের দিকে তাদের ব্যাটিং লাইন আপ অনেকটাই ভোগায়। অধিনায়ক সঞ্জু ও রান পাননি। সঞ্জুকে আইপিএল শুরু হওয়ার আগে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর কিছু পরামর্শ দেন বলে জানান শ্রীসন্থ।
গতবারের ফাইনাল দলের অধিনায়ক সঞ্জু স্যামসনও এবারে ভালোভাবে পারফরম্যান্স করতে পারেনি। প্রথম দুটি ম্যাচে তিনি ৫৫ ও ৪২ রান করলেও পরের দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান। তিনি ১৪টি ম্যাচ খেলে ৩৬২ রানে এ বছরের আইপিএল শেষ করে। ব্যাট হাতে অধিনায়কের এরকম পারফরম্যান্স দেখে রাজস্থানের সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটাররা হতাশ।
তবে রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল ভালো পারফরম্যান্স করেন। শতরানও রয়েছে তরুণ এই ব্যাটারের ঝুলিতে। প্রাক্তন ভারতীয় বোলার শ্রীসন্থ সঞ্জুর সাথে রাজ্য দল কেরলের হয়ে খেলেছেন। তিনি সামনে এনেছেন সুনীল গাভাসকর রাজস্থানের অধিনায়ককে ব্যাটিং সম্পর্কে কিছু পরামর্শও দেন। কিন্তু সঞ্জু তাঁর নিজস্ব ব্যাটিং স্টাইল বদল করেননি । শ্রীসন্থ বলেন, ‘আমি সঞ্জুকে সবসময়ই সমর্থন করি। কারণ সে আমার অধিনায়কত্বে অনূর্ধ্ব-১৪ খেলেছে। গত চার-পাঁচ বছর আগে যখন আমি ওকে একজন ক্রিকেটার হিসেবে দেখি। তখন ওকে বলেছিলাম শুধু আইপিএল নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলতে হবে। শুধু খেলা নয় ধারাবাহিকভাবে পারফরম্যান্সও করতে হবে। ইশান কিষাণ এবং ঋষভ পন্ত এই দুই ক্রিকেটার ওর থেকে এগিয়ে রয়েছে এবং এখনও আছে। পন্ত গত বছর গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে রয়েছে। তবে ও ফিরে আসবে। সম্প্রতি আমি ওর সাথে দেখা করেছি। ও সম্পূর্ণ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ৬ থেকে ৮ মাসের মধ্যেই মাঠে ফিরবে।’
তিনি স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, ‘এই বছরের আইপিএলে সঞ্জু দু-তিনটি ম্যাচে এমন ভাবে আউট হয়েছে যা সত্যিই খুব হতাশজন। গাভাসকর ওকে বলে তুমি নিজেকে অত্যন্ত ১০টি বল খেলার সুযোগ দাও। উইকেটকে বোঝার চেষ্টা করো। আমরা জানি সঞ্জু, তোমার মধ্যে প্রতিভা আছে। আমরা বিশ্বাস করি ১২ বলে তুমি শূন্য রান করলেও ২৫ বলে ৫০ রান করতে পারো।’
চলতি মরশুমে রাজস্থান রয়্যালস নিজেদের শেষের দিকে একটি ম্যাচ হারার পর সাংবাদিক সম্মেলনে সঞ্জু জানান, ‘এটাই আমার ব্যাটিং করার স্টাইল। আমি এটাকে বদলাতে পারবো না।’ শ্রীসন্থ স্যামসনকে আইপিএলে খেলার সময় সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং তাঁর মানসিকতা উন্নত করার পরামর্শ দেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here