এচেবেরিকে হারিয়ে চমক ওয়ারিঙ্কার,পরের রাউন্ডেই জকোর বিরুদ্ধে ব্লকবাস্টার লড়াই
শুভব্রত মুখার্জি: উইম্বলডনের ঘাসের কোর্টে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন সুইস তারকা স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। ৩৮ বছর বয়সী তারকা তাঁর সার্ভ অ্যান্ড ভলি গেমে তাক লাগিয়ে দিলেন। আর তাতে ভর করেই আর্জেন্তিনার থমাস এচেবেরিক হারিয়ে চমক দিলেন ওয়ারিঙ্কা। বৃহস্পতিবার এই ম্যাচে জিতে তিনি জায়গা করে নিয়েছেন তৃতীয় রাউন্ডে। যেখানে আবার ‘ব্লকবাস্টার’ লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচের। পুরুষদের সিঙ্গেলসে সবথেকে বেশি গ্রান্ড স্ল্যাম জয়ের নজির রয়েছে জকোভিচের। তাঁর বিরুদ্ধে লড়াইটা যে একেবারেই সহজ হবে না তা বেশ ভালো করেই জানেন ওয়ারিঙ্কা।
৩৮ বছর বয়সী স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা এদিন ২৩ বছর বয়সী ক্রীড়াবিদকে সহজেই হারিয়ে দিলেন। এচেবেরির বিরুদ্ধে ওয়ারিঙ্কা জিতলেন ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-২ ফলে। তিন নম্বর কোর্টে সহজেই ম্যাচ জেতেন ওয়ারিঙ্কা। ফলে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে চলে গেলেন তিনি। ঘাসের কোর্টে তিন বছর বছর পরে ফের একবার তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৮৮ নম্বরে রয়েছেন ওয়ারিঙ্কা। আর এচেবেরি রয়েছেন ২৯ নম্বরে। ফলে ওয়ারিঙ্কার জন্য ম্যাচটা মোটেও সহজ ছিল না। তবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও ম্যাচ জিততে খুব বেশি ঘাম ঝরাতে হল না ওয়ারিঙ্কাকে।
এচেবেরির বিরুদ্ধে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে নোভাকের মুখোমুখি হতে চলেছেন ওয়ারিঙ্কা। ২০১৫ সালের ফরাসি ওপেন ফাইনালে শেষ বার মুখোমুখি হন দুই তারকা। সেবার জকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়ারিঙ্কা। তবে পরবর্তীতে হাঁটুর সমস্যায় জেরবার ওয়ারিঙ্কা তাঁর সমসাময়িকদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েন। ম্যাচ জয়ের পরে ওয়ারিঙ্কা জানান ‘দীর্ঘদিন বাদে আমি গ্রান্ড স্ল্যামে এই সাফল্য পেলাম। আমি কঠোর পরিশ্রম করছি আমার ফর্ম ফিরে পেতে। আমার খেলার যে উন্নতি হয়েছে তাতে করে আমি খুশি।’
এচেবেরির বিরুদ্ধে এই জয়ের ফলে ২০১৫ সালের পর প্রথমবার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে গেলেন ওয়ারিঙ্কা। জকোভিচের বিরুদ্ধে ওয়ারিঙ্কার হেড-টু-হেড রেকর্ডে ২০-৬ তে পিছিয়ে রয়েছেন তিনি। জকোভিচ টানা তাঁর পঞ্চম এবং মোট অষ্টম বার উইম্বলডন জয়ের চেষ্টা করবেন। আসন্ন লড়াই সম্বন্ধে বলতে গিয়ে ওয়ারিঙ্কা বলেন, ‘আমি জানি খুব বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আমি কৃতজ্ঞ ঘাসের কোর্টে আমি নোভাকের বিরুদ্ধে ফের একবার খেলার সুযোগ পাচ্ছি।’
For all the latest Sports News Click Here