এঙ্গসন-সুহেলের জোড়া গোল, ড্র-য়ের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল মোহনবাগান
Mohun Bagan SG vs Calcutta Football Club Highlight: আজ কলকাতা ফুটবল লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট এবং ক্যালকাটা ফুটবল ক্লাব। গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর আজ সুহেল-এঙ্গসনের জোড়া গোলে সিএফসিকে হারাল মোহনবাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: ৪-১ গোলে জয় বাগানের
৯০+৫ মিনিট- অবশেষে জয়ের রাস্তা খুঁজে পেল মোহনবাগান। গতম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর সিএফসির বিরুদ্ধে জয় পেল সবুজ মেরুন।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: অতিরিক্ত সময় ৫ মিনিট
৯০ মিনিট- ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল দ্বিতীয়ার্ধে। ৪-১ ব্যবধানে এগিয়ে বাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: দ্বিতীয় গোল করলেন এঙ্গসন সিংয়ের
৭৯ মিনিট- সিএফসির গোলরক্ষককে বোকা বানিয়ে গোল নিজের দ্বিতীয় গোল করলেন এঙ্গসন সিংয়।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: ১১টি কর্নার আদায় করল বাগান
৭০ মিনিট- এখনও পর্যন্ত ৭০ মিনিট খেলা হয়েছে। তার মধ্যে ১১টি কর্নার আদায় করল মোহনবাগান। এই কর্নার থেকেও গোল হবে? না হল না।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: অবশেষে এঙ্গসন সিংয়ের
৬৮ মিনিট- অবশেষে গোওওওওল করল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউ। এবার পরিবর্ত হিসাবে নামা এঙ্গসন সিংয়ের গোলে গোল সংখ্যা বাড়াল মোহনবাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: একাধিক সুযোগ নষ্ট মোহনবাগানের
৫৮ মিনিট- পরপর সুযোগ পেলেও কাজে লাগাতে পারছে না মোহনবাগান। ফের গোল ফাকা থাকলেও বল জালে জড়াতে পারলেন না সুহেল।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: গোলের সুযোগ হাতছাড়া ফার্দিনের
৫২ মিনিট- দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়ে গেলেন ফার্দিন। সহজ সুযোগ। হবে গোল?সহজ সুযোগ নষ্ট করলেন ফার্দিন। ফের সুযোগ তৈরি করলেন টাইসন। কিন্তু গোল করতে পারলেন না সুহেল।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: শুরু দ্বিতীয়ার্ধ
৪৫ মিনিট- দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। ইতিমধ্যেই ২-১ এগিয়ে রয়েছে মোহনবাগান। চাপ বাড়াচ্ছে সিএফসিও। ম্যাচের ফলাফল শেষ কী হয়, সেটাই দেখার।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়াতে পারবে বাগান?
প্রথমার্ধে যেভাবে ফুটবল খেলল দুই দল, তাতে মনে করা হচ্ছে দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের দেখা যেতে পারে। সেই সঙ্গে দুই দলই নিজেদের স্ট্রাটেজি বদল করবে বলেই মনে করা হচ্ছে।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: শেষ প্রথমার্ধ
৪৫+১- শেষ হল প্রথমার্ধ। দুর্দান্ত ম্যাচ উপহার দিল দুই দল। ২-১ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: ফের এগিয়ে গেল বাগান
৪৫ মিনিট- খেলা জমে উঠেছে ব্যারাকপুর স্টেডিয়ামে। ফের গোল করে দলকে এগিয়ে দিলেন সুহেলের। দ্বিতীয় গোল করলেন তিনি। ম্যাচের ফলাফল ২-১।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: গোল হজম বাগানের
৪০ মিনিট- দুর্দান্ত গোল করলেন অ্যালেক্স। দূরপাল্লার শটে বাগান গোলরক্ষককে কিছুই বুঝতে দিলেন না তিনি। সরাসরি জালে বল জড়িয়ে গেল। সমতা ফেরাল সিএফসি।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: গোল সুহেলের
৩১ মিনিট- ইনসাইডে এসে আউট সাইডে ডচ করে দুর্দান্ত গোল করলেন সুহেল। বল আটকাতেই পারলেন না বিপক্ষ দলের গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে গেল বাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: কার্ড পেলেন দীপেন্দু
২৯ মিনিট- ফাউল করায় মোহনবাগানের দীপেন্দুকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: গোল হজম করছিল বাগান
২৬ মিনিট- সামান্য ভুল বোঝাবুঝির জন্য গোল হজম করছিল বাগান। বারপোস্টের ধার ঘেসে বেড়িয়ে গেল বল। গত ম্যাচের পুনরাবৃতি ঘটতেই পারত।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: মোহনবাগানকে আটকে রাখতে মরিয়া চেষ্টা
২৫ মিনিট- বাগানকে আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জামশেদ নাসিরির ছেলেরা। ডিফেন্সে শক্তি বাড়িয়েছে তারা। গোলের মুখ খুলতে দিতে নারাজ ঐতিহাসিক এই ক্লাব।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: বল পজিশনে এগিয়ে মোহনবাগান
১৬ মিনিট- মাত্র ১৫ মিনিট খেলা হয়েছে। গোলের সম্ভাবনা বাড়িয়েছে মোহনবাগান। বল পজিশনের দিক থেকে সিএফসির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাগান। ৬০ শতাংশ বল পজিশন মোহনবাগানের।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: আক্রমণাত্মক খেলা শুরু বাগানের
১১ মিনিট- শুরু থেকেই আক্রমণাত্মক খেলছে বাগান। কিন্তু ঘনঘন আক্রমণ করছে সবুজ মেরুন। এর মধ্যেই ফাকা গোল পেয়েও জালে বল জড়াতে পারলেন না সুহেল। নইলে ১ গোলে এগিয়ে যেতে পারত বাগান।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: ৪টি কর্নার আদায় করল বাগান! গোল বাতিল রেফারির
৪ মিনিট- ৪ মিনিট খেলা অতিক্রান্ত হয়েছে। তার মধ্যে ৪টি কর্নার আদায় করল বাগান। পারবে গোল করতে? দুর্দান্ত শট। গোল করলেন সোহেল। কিন্তু অফ সাইডের জন্য তা বাতিল হল।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: শুরুতেই কর্নার আদায়
২ মিনিট- ম্যাচের একেবারে শুরুতেই কর্নার আদায় করল মোহনবাগান। কিন্তু গোল হল না। বিপদমুক্ত করে দিলেন সিএফসির ফুটবলাররা। ফের বল বাড়ালেন সোহেল। ফের কর্নার পেল বাগান। কিন্তু না এবারও হল না।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: শুরু ম্যাচ
১ মিনিট- ঘুরে দাঁড়ানোর লড়াইে নামল দুই দল। বাঁশি বাজিয়ে ম্যাচ শুরু করলেন রেফারি। ব্যারাকপুর স্টেডিয়ামে হুংকার বাগান সমর্থকদের।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: মাঠে নামল দুই দল
মাঠে নামল দুই দল। একে অপরের সঙ্গে অভিবাদন গ্রহন করছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে রেফারিদের প্যানেলে রয়েছেন একজন মহিলা।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: সিএফসির প্রথম একাদশ কারা সুযোগ পেলেন
সৌম্য বন্দ্যোপাধ্যায় (গোলরক্ষক), সুরজিৎ দাস, দীপঙ্কর নাইয়া, রহমন লাসরার, আকাশ পাল, শুভ প্রামানিক, দেবত্তম কর, সামিম আক্তার, বিশাল মণ্ডল, বরুণ, আমির সর্দার।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: মোহনবাগানের প্রথম একাদশ
জাহিদ (গোলরক্ষক), সুমিত (অধিনায়ক), আমান, শিবাজিৎ, সুহেল, টাইসন, রানা, হামতে, নংডাংম্বা. দীপেন্দু, ফার্দিন।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: আজ কতটা প্রস্তুত সিএফসি?
সামনে কঠিন প্রতিপক্ষ। ভালো করেই জানে ক্যালকাটা ফুটবল ক্লাব। তারা চাইবে হার বাঁচাতে। অন্তত এক পয়েন্ট ঘরে নিয়ে যেতে। কিন্তু বাগানও ছেড়ে দেওয়ার পাত্র নয়।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: আজ কতটা প্রস্তুত মোহনবাগান?
গত ম্যাচে কালীঘাট মোহনবাগানের জয়ের রথ থামিয়েছে। স্বাভাবিক ভাবে সিএফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে বাস্তব রায়ের ছেলেরা। যদিও সিএফসি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তাও এই ম্যাচে সতর্ক ভাবেই নামছে তারা।
CFL 2023 LIVE: শনিবার কলকাতা লিগে কােন দল নামছে?
আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা লিগে কোনও ম্যাচ নেই। মহরম উপলক্ষে কোনও ম্যাচ রাখেনি আইএফএ। ফের রবিবার খেলা রয়েছে। মােট ৫টি ম্যাচ রয়েছে রবিবার। আর্মি রেড নামবে কালীঘাটের বিরুদ্ধে। অন্যদিকে মুখোমুখি হবে টালিগঞ্জ অগ্রগামী এবং সার্দান সমিতি। ডায়মন্ড নামবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। মহামেডান নামবে পিয়ারলেসের বিরুদ্ধে। এবং ভবানীপুর নামবে রেলওয়ে এফসির বিরুদ্ধে।
Mohun Bagan SG vs Calcutta Football Club Live Scores: গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র! আজ ঘুরে দাঁড়াতে পারবে মোহনবাগান?
গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে ড্র করে মোহনবাগান। সেই ধাক্কা কাটিয়ে আজ ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বাস্তব রায়ের ছেলেরা।
For all the latest Sports News Click Here