‘এগুলো ভীষণই ব্যাঘাত ঘটায়’, পিআর স্ট্র্যাটেজি কেন না পাসান্দ ইয়ামির?
ইয়ামি গৌতমের নতুন ছবি কিছুদিন আগে মুক্তি পেয়েছে। আর বরাবরের মতো এই ছবি সমালোচকদের থেকে ভীষণই সমাদৃত হয়েছে। দর্শকদের থেকেও ভীষণ প্রশংসা পেয়েছে চোর নিকাল কে ভাগা সিনেমাটি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে সানি কৌশল, শরদ কেলকর, প্রমুখকে। এটি ২৪ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
এই ছবি মুক্তি পাওয়ার পর ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান সানি কৌশলের তাঁর রসায়ন কেমন ক্যামেরার বাইরে। তিনি বললেন, ‘সেটে আমরা তেমন সময় পেতাম না। আমাদের প্রস্থেটিক মেকআপ নিতে হতো। ফলে আমি একটা আলাদা জোনে থাকতাম। এখানে একাধিক লেয়ার আছে, ফলে আপনি যখন ছবিটা দেখবেন তখন গোটা বিষয়টা বুঝতে পারবেন।’
ভিকি, সানি দুই ভাইয়ের সঙ্গেই কাজ করেছেন ইয়ামি। তাঁদের বিষয়ে অভিনেত্রীর মত কী? এই বিষয়ে তিনি বলেন, ‘দুজনেই কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ওরা দুজনেই খুব ভালো অভিনেতা। আর ওরা দুজনেই পাঞ্জাবি ছবি ভালোবাসে।’
একই সঙ্গে এই সাক্ষাৎকারে অভিনেত্রী কথায় কথায় পিআর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন। তিনি জানান ‘আমরা দর্শকদের জন্য ছবি বানাই। মবড হওয়া, এখানে সেখানে দেখা যাওয়া, ইত্যাদি পিআর স্ট্র্যাটেজি কাজে ভীষণই ব্যাঘাত ঘটায়। আমি কোনও ধরনের তর্ক বিতর্কেও থাকতে চাই না।’
তাহলে আজকালকার যুগে নিজের ছবির মার্কেটিং কীভাবে করেন অভিনেত্রী? এই বিষয়ে তিনি বলেন, ‘ছবির জন্য কিছু হলে আমাকে প্রযোজককে সাপোর্ট করতেই হবে। কিন্তু আমি ভুল কোনও কনসেপ্ট তৈরি করতে চাই না যে আমার অনেক ভক্ত আছে। যা আছে সেটাই যথেষ্ট। আমি মনে করি তোমার কাজ ভালো হলে এই ধরনের সংস্কৃতিকে এনকারেজ করতে হবে না।’
For all the latest entertainment News Click Here