‘এগুলি কারা আপলোড করে?’,উইকিপিডিয়ায় জোজোর নামে একগাদা ভুল তথ্য, রেগে আগুন গায়িকা
নব্বইয়ের দশক থেকে ইন্ডাস্ট্রিকে একের পর এক দারুণ গান উপহার দিয়েছেন জোজো মুখোপাধ্যায়। এখনও তার গানে নেচে ওঠে শ্রোতার মন। গানের দুনিয়ায় মিস জোজো নামে তিনি বেশি বিখ্যাত।
কিন্তু মঙ্গলবার সকাল থেকে রেগে আগুন গায়িকা। ফেসবুকের পাতায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন জোজো। দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, উইকিপিডিয়াতে তার বিষয় ভুল তথ্য। গায়িকার কথায়, ‘আমি মেয়ে, এ দিকে আমার বউ ঝুম্পা! আমার ছবিটি তো ঠিক দিয়েছে। সেটা দেখেও তো বোঝা উচিত ছিল আমি মেয়ে!’ দেখা যাচ্ছে, উইকিপিডিয়াতে তাঁর স্বামী নাম বদলে মেয়ের নাম হয়েছে গিয়েছে। দেখাচ্ছে ঝুম্পা নাথানিয়াল। ছেলের নাম বলা হয়েছে জিজো নাথানিয়াল।
গোটা বিশ্বের তথ্যের সম্ভার হিসাবে বিখ্যাত উইকিপিডিয়া। জোজোর জন্মসাল থেকে স্বামী, সন্তানদের নাম সবটাই ভুল দেখাচ্ছে সেখানে। কিন্তু সেখানে এমন ভুল তথ্য দেখানো হচ্ছে কেন? ফেসবুকে স্ক্রিনশট শেয়ার করে গায়িকা লিখেছেন, ‘এসব কি উলটোপালটা, এগুলি কারা আপলোড করে। ভুলভাল তথ্য’। গায়িকার এই পোস্ট যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: দত্তক নিয়েছেন পুত্র সন্তান, দ্বিতীয়বার মা হয়ে ওঠার জার্নি কেমন ছিল? জানালেন জোজো
বম্বের এক গায়ক রয়েছেন জোজো। তাঁর নাম ও সমস্ত বিবরণ দিয়ে এমন এক কাণ্ড ঘটানো হয়েছে বলেই মত গায়িকার। জোজোর কথায়, উইকিপিডিয়া যদি এই ধরনের ভুল তথ্য দেয় তাঁরা সত্যি যাঁরা তার সম্পর্কে জানতে চান তাঁরা বিভ্রান্ত হচ্ছেন। প্রবাসে অনেকেই আমন্ত্রণ জানানোর আগে উইকিপিডিয়া দেখে শিল্পীকে জানার চেষ্টা করেন। যদিও বর্তমানে উইকিপিডিয়া থেকে সংশোধন হয়েছে গায়িকার সঠিক তথ্য় দেখাচ্ছে এখন।
For all the latest entertainment News Click Here