এখানে এসে দারুণ লাগছে- কলকাতায় পা রেখেই মনের কথা জানালেন মেসির সতীর্থ মার্টিনেজ
অবশেষে প্রতীক্ষার অবসান হল। শেষ পর্যন্ত সোমবার বিকেলে কলকাতায় পা রাখলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতা বিমানবন্দরে তাঁকে একবার দেখার জন্য ভেঙে পড়েছিল ভক্তদের উপচে পড়া ভিড়। আর্জেন্তিনার জার্সি পরে বিমানবন্দেরে এসেছিলেন সমর্থকরা। মার্টিনেজকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাঁকে। ২০২২ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্তিনার জন্য গলা ফাটিয়েছিল বাংলাদেশ এবং কলকাতার ফুটবলপ্রেমীরা। এই কথা জানেন স্বয়ং মেসি, মার্টিনেজরা। বিশ্বজয়ের পর বাংলার মানুষদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছিলেন তাঁরা।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ পা রাখলেন কলকাতায়। বাংলাদেশে এক বেলার সফর সেরেই সোমবার বিকেলেই শহরে চলে এলেন মেসির প্রিয় ‘দিবু’। সোমবার বিকেল কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান এমিলিয়ানো মার্টিনেজ। দুই দিনের সফরে কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে মার্টিনেজের। বিশ্বজয়ীকে সাড়ম্বরে স্বাগত জানায় তিলোত্তমা। তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্তিনা ভক্তদের উচ্ছ্বাসের ছবিও ধরা পরে এদিন। কলকাতায় এসে মার্টিনেজ জানান এখানে এসে তিনি সত্যিই দারুণ আনন্দিত। ভারতে আসা তাঁর কাছে একটি স্বপ্ন ছিল। তিনি ভারতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এখানে আসতে পেরে খুশি।
শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় এসেছেন মার্টিনেজ। মঙ্গলবার থেকে শুরু মার্টিনেজের মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের জীবনের ও বিশ্বকাপ খেলার বহু গল্প শোনাবেন মার্টিনেজ। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তাঁর হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করার কথা তাঁর।
সোমবার মার্টিনেজকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন মোহনবাগান ক্লাবের কর্তারাও। সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে তাঁকে কলকাতায় আসার জন্য ধন্যবাদ জানানো হয়। ভারতের ফুটবলের মক্কায় পা রেখে মার্টিনেজের মুখে চওড়া হাসি দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারতে এসে দারুণ লাগছে। অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার। এদেশের অনেক কথা শুনেছি। গোটা শহরটা ঘুরে দেখার অপেক্ষায় আছি।’ উল্লেখ্য, আগামী কাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে মোহনবাগান অল স্টারর্স ম্যাচে সবুজ-মেরুন ক্লাবে উপস্থিত থাকবেন আর্জেন্তাইন তারকা।
ইতিমধ্যেই তাঁকে দেখার সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর সেই দলের চ্যাম্পিয়ন সদস্যকে এত কাছ থেকে দেখার সুযোগ যেন কোনও ভক্তই হাতছাড়া করতে দিতে চান না। ৫ই জুলাই, শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে মার্টিনেজের। আগামি ২ দিন মার্টিনেজময় হতে চলেছে কলকাতা।
For all the latest Sports News Click Here