এখানে আকাশ নীলের ১৫ বছর, স্মৃতির পাতা হাতড়ে কী লিখলেন ‘হিয়া’ অপরাজিতা
টেলি জগতে যে কটা জুটি চিররঙিন, ধারাবাহিক শেষ হওয়ার পরও দর্শকদের মনে সমান ভাবে থেকে গিয়েছে সেগুলোর অন্যতম হল উজান এবং হিয়া। জুটির নাম শুনেই নিশ্চয় ধারাবাহিকের নাম মনে পড়ে গিয়েছে, হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন এখানে আকাশ নীলের কথাই বলছি। সেই ধারাবাহিকের দেখতে দেখতে ১৫ বছর পেরিয়ে গেল। স্টার জলসা ১৫ বছরে পা দিল এ বছর। আজ থেকে ১৫ বছর আগে যখন নতুন চ্যানেল আসে তখন একগুচ্ছ নতুন ধারাবাহিক নিয়ে সে তার পথ চলা শুরু করেছিল, আর সেগুলোর অন্যতম ছিল এখানে আকাশ নীল। ধারাবাহিক বহু বহু বছর আগে শেষ হয়ে গেলেও হিয়া এবং উজানের জুটি কিন্তু আজও চর্চিত। তাই তো ধারাবাহিকের ১৫ তম জন্মদিনে অতীতের সোনালি দিনগুলিতে ফিরে গেলেন হিয়া ওরফে অপরাজিতা ঘোষ।
এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ফেলা আসা দিন, অভিজ্ঞতার কথা মনে করে লেখেন, ‘১৫ তম জন্মদিন এখানে আকাশ নীল ধারাবাহিকের। আমাদের শুটিংয়ের শেষদিনে এই ছবিগুলো তোলা হয়েছিল। কী দারুণ একটা সফর ছিল।’
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাঁকে এবং ঋষি কৌশিককে অর্থাৎ এই ধারাবাহিকের উজানকে ক্রিশ্চান বিয়ের পোশাকে দেখা যাচ্ছে। অভিনেত্রী একটি বেলুন দিয়ে সাজানো কালো গাড়িতে বসে আছেন। কোনও ছবিতে আবার তাঁরা সকলে মিলে ‘এখানে আকাশ নীল হ্যাপি এন্ডিং’ লেখা কেক কাটছেন। সবটা মিলিয়েই যে তিনি অতীতের সুন্দর স্মৃতিতে পাতায় ডুব দিয়েছিলেন এদিন সেটা স্পষ্ট।
আরও পড়ুন: কমলিকাকে দেখে চিৎকার করে হাসি অপরাজিতার, ‘ফোনের স্ক্রিনটাই ফেটে গেল’ মশকরা নেটিজেনের
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘অনেক বছর হয়ে গেল আমরা সবাই একসঙ্গে কাজ করেছিলাম। এখন এমনটা নয় যে আমাদের আর যোগাযোগ নেই। সকলেই এখনও অভিনয় করে যাচ্ছেন, আমাদের সবার বিভিন্ন জায়গায় দেখা হয়ে যায়। কিন্তু সফরটা ছিল মনের রাখার মতো। হিয়া চরিত্রটা আমায় বুঝিয়েছিল সিম্পল থাকার মধ্যেও একটা সৌন্দর্য আছে।’
অপরাজিতা ঘোষকে দর্শকরা মাঝে একাধিক সিনেমা, সিরিয়ালে দেখেছেন। বর্তমানে তাঁকে এক্কা দোক্কা ধারাবাহিকে রাধিকা অর্থাৎ মূল মহিলা চরিত্রের দিদির চরিত্রে দেখা যাচ্ছে। যদিও শীঘ্রই এই ধারাবাহিকও শেষ হয়ে যাচ্ছে। সেখানে অপরাজিতা আঢ্যর নতুন ধারাবাহিক জল থৈথৈ ভালোবাসা আসছে।
For all the latest entertainment News Click Here