‘এখানেই নিজেকে শেষ করেছিলাম…’ বসুবাটীতে ফিরেই নস্টালজিয়ায় ভাসলেন প্রসেনজিৎ
সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে যে বাংলা ছবির একটা বড়সড় রেভোলিউশন ঘটেছিল সেটা নির্দ্বিধায় বলা যায়। তাঁর ছবি ‘অটোগ্রাফ’ যে কেবল বাংলা ছবির মোড় ঘুরিয়েছিল এমনটা কিন্তু নয়, নতুন করে, নতুন রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবার কাছে পৌঁছে দিয়েছিল। এরপর তাঁদের জুটি একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছে, এর মধ্যে অবশ্যই নাম করা যায় ‘২২ শ্রাবণ’ ছবিটির। আর সেই ছবির দেখতে দেখতে ১১ বছর কেটে গিয়েছে। এবার আবার এতদিন পর প্রসেনজিৎ সেই ছবির চরিত্র প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরতে চলেছেন।
সৃজিত মুখোপাধ্যায় এবার পুজোতে দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘দশম অবতার’। এই ছবিতে রয়েছেন তাঁর ড্রিম কাস্টিং। গতকাল অর্থাৎ ২০ জুলাই এই ছবির লোগো লঞ্চের অনুষ্ঠান ছিল। আর তাতেই চমকের প্রথম আভাস পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: অরিজিৎ-সোনু নিগমের যুগলবন্দী! সৃজিতের কোন ছবিতে ঘটবে বিস্ফোরণ
২১ জুলাই থেকেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। এটি আদতে ‘২২ শ্রাবণ’ ছবির প্রিক্যুয়েল। গুরুত্বপূর্ণ ভূমিকায় এখানে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান। এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন অনুপম রায়, রূপম ইসলাম এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে এখানে যে পুরোপুরি ‘২২ শ্রাবণ’ -এর প্রাক কথন দেখানো হবে সেটাও নয়। সঙ্গে মিশে যাবে ‘ভিঞ্চি দা’র গল্প। অর্থাৎ এখানে সেই ছবির অফিসার বিজয় পোদ্দার। তবে যেহেতু ২২ শ্রাবণের শেষে প্রবীর রায়চৌধুরী আত্মহত্যা করেছিলেন তাই সেটার সিক্যুয়েল হলে তাতে কখনই আর প্রবীর রায়চৌধুরী থাকতে পারেন না। অতএব এটি প্রিক্যুয়েল। অনির্বাণ থুড়ি বিজয় পোদ্দার এবং প্রবীর রায়চৌধুরী রূপী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁদের গল্প বলবেন এখানে।
আরও পড়ুন: দেবকে জায়গা দিতে সৃজিতের ব্যোমকেশ আসছে পুজোয়? কবে মুক্তি পাবে ধ্রুবর বগলা মামা?
যেখানে ‘২২ শ্রাবণ’ -এর শেষ দৃশ্যের শুটিং হয়েছিল সেই বাগবাজার বসু বাটীতেই ‘দশম অবতার’ -এর লোগো লঞ্চ হল। পুরনো জায়গায় ফিরে এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এখানে আসলেই আমার বড় অদ্ভুত লাগে। এখানে দাঁড়িয়েই তো নিজেই নিজেকে শেষ করেছিলাম। আবার সেই গল্প ফিরছে। সঙ্গী এবার বিজয় পোদ্দার। সবটা মিলিয়ে জমে যাবে একেবারে।’ তিনি এই ছবি কাস্টিংয়ের তারিফ করে বলেন, ‘যিশু, জয়া সবাইকে নিয়ে একটা দারুণ কাস্টিং হয়েছে এই ছবির। আশা করি আমরা খুব ভালো করে কাজটা করব। এই ছবির গানগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি আগেরবারের থেকেই এই ছবি সবার আরও বেশি ভালো লাগবে।’
For all the latest entertainment News Click Here