‘এখন নিজেকে ব্যাটার ভাবে’, জিমির মন্তব্যে পালটা জাদেজার, বললেন ‘যাক, ও বুঝেছে’
মাঠের ভিতরে তো লড়াই চলছিল। এবার মাঠের বাইরে ঠোকাঠুকি হল জেমস অ্যান্ডারসন এবং রবীন্দ্র জাদেজার। ইংল্যান্ডের তারকা পেসার দাবি করেছিলেন, ২০১৪ সালের আগে নিজেকে বিশেষজ্ঞ ব্যাটার ভাবতেন না ভারতীয় তারকা। এখন সেটা ভাবেন। পালটা জাদেজা খোঁচা দেন, ‘যাক, ও বুঝেছে।’
শনিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে অ্যান্ডারসনকে প্রশ্ন করা হয়, ২০১৪ সালের পর ব্যাটার হিসেবে কোন কোন দিক থেকে উন্নতি হয়েছে জাদেজার। তা নিয়ে ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার বলেন, ‘আমার মনে হয় না যে (২০১৪ সাল থেকে জাদেজার ব্যাটিংয়ে) বড়সড় কোনও পরিবর্তন এসেছে। এখন ও বিশেষজ্ঞ ব্যাটারদের মতো খেলে। অতীতে টেলএন্ডারদের সঙ্গে ব্যাট করত। এখন ও বিশেষজ্ঞ ব্যাটারদের মতো ব্যাট করে। ও ভালোভাবে বল ছাড়ে। যা আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছে। ওটা মানসিকতার পরিবর্তন।’
আরও পড়ুন: বুমরাহর বিশ্বরেকর্ড থেকে বিদেশে জাদেজার প্রথম সেঞ্চুরি, এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের সেরা ৫ প্রাপ্তি
আরও পড়ুন: IND vs ENG: মাঠে যেন কপিল দেবই! ট্রেডমার্ক ‘নটরাজ’ শটে ছক্কা হাঁকালেন বুমরাহ: ভিডিয়ো
অ্যান্ডারসনের সেই প্রতিক্রিয়া নিয়ে পরে জাদেজাকেও সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়। যিনি এজবাস্টনের প্রথম ইনিংসের প্রবল চাপের মুখে ঋষভ পন্তের সঙ্গে ২২২ রানের দুরন্ত জুটি গড়েছিলেন। নিজেও শতরান হাঁকিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে জাদেজা বলেন, ‘দেখুন যখন রান হয়, তখন সবাই এটাই বলেন যে আমি নিজেকে ব্যাটার ভাবি। কিন্তু সবসময় ব্যাপারটা একই থাকে – ক্রিজে গিয়ে সময় কাটানো, জুটি তৈরি করা, সেট ব্যাটারের সঙ্গে খেলা। তবে ভালো ব্যাপার যে ২০১৪ সালের পর সেটা বুঝতে পেরেছে জিমি অ্যান্ডারসন।’
For all the latest Sports News Click Here