এখনও IPL-এ খেলার উপযুক্ত নয়, তাই সুযোগ দেয়নি MI! বললেন সচিনের প্রাক্তন সতীর্থ
এবার আইপিএলে একটা ম্যাচেও খেলার সুযোগ পেলেন না অর্জুন তেন্ডুলকর। অনেকে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও সচিন-পুত্রকে প্রথম একাদশে না রাখার স্বপক্ষে যুক্তি দিয়েছেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় মহম্মদ কাইফ। তাঁর মতে, অর্জুন যদি খেলার উপযুক্ত হতেন, তাহলে সচিন-পুত্রকে সুযোগ দিত মুম্বই ইন্ডিয়ান্স।
শনিবার মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে সংবাদমাধ্যম স্পোর্টসকিডায় সচিনের প্রাক্তন সতীর্থ কাইফ বলেন, ‘যদি মুম্বই ইন্ডিয়ান্স মনে করত যে অর্জুন তেন্ডুলকর তৈরি আছেন, তাহলে ওকে এতদিনে খেলাত। আমার মতে, ওরা মনে হয়েছে যে নিজের খেলার উপর আরও বেশি কাজ করতে হবে ওকে।’
(MI vs DC ম্যাচের লাইভ আপডেট দেখে নিন এখানে)
এবার আইপিএলের প্রথম ১৩ ম্যাচে অর্জুন সুযোগ না পাওয়ার নেটিজেনদের একাংশ ক্ষোভপ্রকাশ করতে থাকেন। বিশেষত মুম্বই যখন ছিটকে গিয়েছে, তারপরও কেন সচিন-পুত্রকে খেলানো হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষ ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখার পরামর্শ দেওয়া হচ্ছিল। শেষপর্যন্ত সেটাও হয়নি। দিল্লির ম্যাচে অর্জুনকে প্রথম একাদশে রাখা হয়নি।
আরও পড়ুন: IPL 2022: কেন সুযোগ নয় সচিন-পুত্রকে? নেটিজেনদের তোপের পর চার খাওয়ার ভিডিয়ো পোস্ট MI-র
তবে অর্জুনকে যে সুযোগ দেওয়া হবে না, তা শনিবারের ম্যাচের আগেই বলেন কাইফ। সচিনের প্রাক্তন সতীর্থ বলেন, ‘একজন খেলোয়াড়কে যাচাই করার জন্য কেন কোনও অধিনায়ক শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে? ও যদি ওই মানের খেলোয়াড় হত, তাহলে ওকে এতদিনে প্রথম একাদশে নেওয়া হত। আমার মনে হয় না, রোহিত শর্মা এমন একজন অধিনায়ক যে শুধুমাত্র শেষ ম্যাচ লেই খেলোয়াড়দের রদবদল করবে। মুম্বই নিজেদের একাদশ নামাতে চাইবে এবং এই ম্যাচটা জিতবে চাইবে।’
For all the latest Sports News Click Here