এখনও দেখেননি নবজাতক পুত্রের মুখ! ম্যাচের সেরা হয়ে কী বললেন বরুণ চক্রবর্তী?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে সেরা হওয়ার পরে বরুণ চক্রবর্তী জানিয়েছেন যে তিনি এখনও তাঁর নবজাতক পুত্রের মুখ দেখেননি। বরুণ চক্রবর্তী তার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি তাঁর স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করেছেন। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার পরাজয়ের পরে জয় পেয়েছে কলকাতা। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে কলকাতা ৫ উইকেটে ২০০ রান করেছিল। জবাবে, ব্যাঙ্গালোর দল তাদের ঘরের মাঠে ভালো শুরু করলেও মাত্র ১৭৯ রানে পৌঁছাতে পারে। এই ম্যাচে কলকাতার স্পিনাররা ভালো করেছিল। বিশেষ করে বরুণ চক্রবর্তী যিনি চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন।
ম্যাচ শেষে বরুণ চক্রবর্তী বলেন, ‘গত ম্যাচে আমি ৪৯ রান দিয়েছিলাম এবং এই ম্যাচে ভালো করেছি। জীবন শুধু এইরকম। এই বছর আমি আমার নানা ভেরিয়েশনের চেয়ে আমার নির্ভুলতার উপর বেশি ফোকাস করেছিলাম। আমি আর বৈচিত্র্য যোগ করতে চাই না। আমি এই নিয়ে অনেক কাজ করছিলাম। আমি এসি প্রতিপনকে অনেক কৃতিত্ব দিতে চাই, তিনি আমার সঙ্গে অনেক কাজ করেছেন। এবং হ্যাঁ অভিষেক নায়ারকেও আমি ধন্যবাদ জানাতে চাই।’
বরুণ চক্রবর্তীর হাতে কঠিন ওভার বোলিং তুলে দেন ক্যাপ্টেন নীতীশ রানা। এবং তিনি এই দায়িত্ব পালন করেন। বরুণ চক্রবর্তী আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ পছন্দ করি। এবং নীতীশ যখন অনুভব করেন যে আমি সেই ভূমিকা পালন করতে পারি, তিনি আমাকে বল হাতে দেন। আমি এটা পছন্দ করি।’ এর পর বরুণ বলেন, ‘এর কৃতিত্ব আমি আমার নবজাতক ছেলেকে দেব, আমি এখনও তাঁকে দেখতে পারিনি। আমি তাঁকে এবং আমার স্ত্রীকে এই পুরস্কার উৎসর্গ করব।’ বরুণ চক্রবর্তী জানিয়েছেন যে তিনি এখনও তাঁর নবজাতককে দেখেননি। আইপিএলের পরই তাঁর সঙ্গে দেখা হবে।
ম্যাচের কথা বলতে গেলে, ওপেনার জেসন রয়ের অর্ধশতক এবং অধিনায়ক নীতীশ রানার সাবলীল ইনিংসের পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ ২১ রানে জিতেছে। নাইট রাইডার্সের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক বিরাট কোহলির অর্ধশতকের (৩৭ বলে ৫৪ রান, ছয়টি চার) সত্ত্বেও আরসিবি-র দল আট উইকেটে ১৭৯ রান করতে পারে। তারা ছাড়া শুধুমাত্র মহিপাল লোমরোর (৩৪) এবং দীনেশ কার্তিক (২২) ১৫০ রানের সীমা অতিক্রম করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কলকাতানাইট রাইডার্সের হয়ে লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (৩/২৭) এবং সুয়াশ শর্মা (২/৩০) একসঙ্গে পাঁচ উইকেট নেন। আন্দ্রে রাসেলও ২৯ রান খরচ করে ২ উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে জেসন রয় ২৯ বলে ৫৬ রান করেন। তিনি নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার মারেন এবং অধিনায়ক নীতীশ রানার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রান। এদিন নীতীশ রানা চারটি ছক্কা ও তিনটি চার মারেন। এরফলে পাঁচ উইকেটে ২০০ রানের শক্তিশালী স্কোর করেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে RCB তুলেছিল ১৭৯ রান।
For all the latest Sports News Click Here