‘এখনও…’, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাটকে কুর্নিশ বাবরের
এশিয়া কাপে ভারত-পাক মহারণেই ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিরাট কোহলির। এককালের ‘রান-মেশিনে’র দিনকাল ভালো যাচ্ছে না। ২০১৯ সালের পর থেকে কোনও শতক আসেনি কোহলির ব্যাট থেকে। এরই মাঝে অধিনায়কত্ব হারিয়েছেন। বিতর্কে জড়িয়েছেন বিসিসিআই-এর সঙ্গেও। তবে অনেকেই বিরাটের পাশে দাঁড়িয়ে তাঁর ফর্মে ফেরার আশা প্রকাশ করেছেন। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের মতে বিরাটের ফর্মে ফেরা সময়ের বিষয়। কোহলির পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমও।
বিরাট কোহলির বর্তমান ফর্ম এতই খারাপ যে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আইপিএল-এর পর ইংল্যান্ডের মাটিতে সব ফর্ম্যাট মিলিয়ে ছয় ইনিংসে মাত্র ৭৬ রান করেছিলেন কোহলি। এরপর ক্যারিবিয়ান এবং জিমবাবওয়ে সফরে বিশ্রাম নেন কোহলি। তিনি নিজেই জানান, একমাস তিনি ব্যাট ছুঁয়ে দেখেননি। এই আবহে বিরাটকে নিয়ে প্রশ্ন করা হলে বাবর আজম বলেন, ‘জীবনে কোনও কিছুই সহজ নয়। সব জায়গায় চ্যালেঞ্জ আছে। আপনি কীভাবে জীবনে কিছু অর্জন করেন এবং আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন তা কীভাবে কাটিয়ে উঠবেন তা আপনার উপর নির্ভর করে। বিরাট এখনও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার।’
এরপর বাবর আরও বলেন, ‘আপনি কীভাবে তাঁর মতো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাও ভিন্ন পরিস্থিতিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, প্রতিটি ক্রিকেটারই তাঁদের ক্যারিয়ারে উত্থান-পতনের মুখোমুখি হন। এটা এমন নয় যে শুধুমাত্র সাফল্য থাকবে এবং কোনও ব্যর্থতা থাকবে না। আপনার জীবনে এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য সত্যিই একটি শক্তিশালী মানসিকতার প্রয়োজন।’
উল্লেখ্য, গত ২-৩ বছরে কোহলির ব্যাট থেকে যেখানে প্রত্যাশিত ভাবে রান আসেনি, সেখানে বাবর আজম প্রতিনিয়ত নতুন উচ্চতা স্পর্শ করছেন। এই আবহে কয়েকদিন আগেই বাবরকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করেছিলেন কোহলি। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলির ব্যর্থতার পর, কোহলির সমর্থনে টুইট করেছিলেন বাবর। সেই সময়ে বাবর জানিয়েছিলেন শীঘ্রই বিরাটের খারাপ সময় কেটে যাবে।
For all the latest Sports News Click Here