এখনও চার ওভার বল করে ক্লান্ত হয়ে যাচ্ছেন! কী ভাবে মিটবে হার্দিকের সমস্যা?
বহুদিন পরে বল হাতে সফল হলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২০২২ আইপিএল-এর ১৬তম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে দলকে নির্ভরতা দিলেন হার্দিক। এদিন দ্বিতীয় ওবারেই বল কতরতে এলেন তিনি। শুধু বল করলেন না, তুলে নিলেন মায়াঙ্ক আগারওয়ালের মূল্যবান উইকেট। মাত্র পাঁচ রানেই পঞ্জাব অধিনায়ককে সাজঘরে ফিরিয়েছিলেন হার্দিক। এরপরেই হার্দিকের ভক্তরা নতুনের স্বপ্ন দেখতে শুরু করেন। অনেকেরই প্রশ্ন তাহলে কি আসন্ন বিশ্বকাপের আগে নিজেকে তৈরি করেবেন হার্দিক?আসন্ন বিশ্বকাপে কি নিজের জায়গা পাকা করবেন হার্দিক?আবার কি স্বমহীমায় দেখা যাবে হার্দিককে?
এ দিন অবশ্য হার্দিক চার ওভার বল করে ৩৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন। সমালোচকরাও বলছেন হার্দিককে এভাবে বল করতে দেখে ভালো লাগছে। এদিন বল করে খুশি ছিলেন হার্দিকও। তবে তার যে এখনও চার ওভার বল করতে অসুবিধা হচ্ছে সেটি জানিয়ে দেন তিনি। তবে শীঘ্রই তিনি যে এই সমস্যা কাটিয়ে উঠবেন তার আশ্বাস শুনিয়ে দিলেন। এদিন পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটনস ম্যাচের পরে হার্দিক পান্ডিয়া বলেন,‘হ্যাঁ,এটা সত্যি যে চার ওভার বল করার পর আমার শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তবে আমি যতই খেলব ততই এই সমস্যা দূর হবে।’
ম্যাচের কথা বলতে গেলে আইপিএল ২০২২-এর ১৬তম ম্যাচে রাহুল তেওয়াটিয়ার শেষ দুই বলে দুটি ছক্কার দৌলতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছয় উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে গুজরাট টাইটানস। এদিন প্রথমে ব্যাট করে গুজরাটের সামনে জয়ের জন্য ১৯০ রানের টার্গেট দিয়েছিল পঞ্জাব। শুভমান গিল গুজরাটের হয়ে ৯৬ রানের ইনিংস খেলেন। গিল আউট হওয়ার পর শেষ দুই বলে দলের প্রয়োজন ছিল ১২ রান। সেই সময়ে স্মিথের ওভারে তেওয়াটিয়া দুই বলে পরপর দুই ছক্কা মেরে দলকে জয়ী করেন। বল হাতে চার ওভার বল করে ৩৬ রান দিয়ে একটি উইকেটের শিকার করেন হার্দিক। ব্যাট হাতে ১৮ বলে করেন ২৭ রান। নিজের ইনিংসে মারেন পাঁচটি বাউন্ডারি। তবে এদিন রান আউট হয়েই হার্দিককে সাজঘরে ফিরতে হয়েছিল।
For all the latest Sports News Click Here