‘এখনও কত রোম্যান্টিক!’, জন্মদিনে হেমাকে আরও কাছে টেনলেন ধর্মেন্দ্র, দেখুন ছবি
রবিবার ৭৪ বছরে পা দিলেন হেমা মালিনী। আর এই বিশেষ দিনটা ধর্মেন্দ্রর সঙ্গেই পালন করলেন অভিনেত্রী। একসঙ্গে ছবিও তোলেন, যা বলিউডের ড্রিম গার্ল শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে বরাবরের মতোই সুন্দরী হেমা। গোলাপি শাড়ির সঙ্গে পরে আছেন সোনার গয়না। কপালে সিঁদুর। মুখে হাসি। বউকে ধরে পাশেই ধর্মেন্দ্র। একটা ছবিতে দেখা গেল হেমাকে নিজের কাছে ধরে রেখেছেন এই বর্ষীয়ান অভিনেতা। অপর ছবিতে দুজনের মুখেই হাসি, বোঝাই যাচ্ছে ক্যান্ডিড একটা মুহূর্ত।
ক্যাপশনে হেমা লিখলেন, ‘জন্মদিন ধরমজি-র সঙ্গে কাটানো সবসময়ই খুব স্পেশাল।’ এই পোস্টে বরকে ট্যাগও করেন তিনি, হ্যাশট্যাগে জুড়ে দেন বার্থডে আর সেলিব্রেশন কথাগুলো। মেয়ে এশা বাবা-মায়ের এই ছবির কমেন্টে দিয়েছেন একটা কিসিং ফেস ইমোজি আর তারপর ইভিল আই ইমোজি। মানে কারও নজর না পড়ে এই জুটির দিকে। ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে।
সত্তরের দশকের বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছিলেন হেমা মালিনীকে। সেই সময় কম কথা হয়নি এই সম্পর্ককে ঘিরে। যদিও হেমাকে বিয়ে করলেও প্রকাশ কৌরের সঙ্গে কোনওদিনই সম্পর্ক ভাঙেননি ধর্মেন্দ্র। প্রছম বিয়ের চার সন্তান ববি-সানি-অজিতা,বিজেতাও পেয়েছেন বাবার আদর সবসময়ই।
১৯৭০ সালে ‘তুম হাসিন ম্যায় জাওয়ান’ ছবির সেটে তাঁদের প্রথম আলাপ। তাঁদের জুটিকে নিয়ে বানানো হতে থাকে একের পর এক ছবি। তাঁরাও একে-অপরের প্রেমে পড়তে থাকেন। পরিবারের অমতে ১৯৮০ সালে সাত পাকে বাঁধা পড়েন হেমা-ধর্মেন্দ্র। এরপর জন্ম হয় তাঁদের দুই কন্যা সন্তান এষা আর অহনার। এখন আর সেভাবে টিনসেল টাউনের সঙ্গে যুক্ত নন অভিনেত্রী। বরং, মন দিয়েছেন রাজনীতিতে।
For all the latest entertainment News Click Here