এখনই যাচ্ছে না রোহিতের অধিনায়কত্বের চাকরি, বোর্ডের নজরে ক্যারিবিয়ান সফর
ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পরই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একাংশ থেকে বলা হচ্ছে বিরাট কোহলির হাতে ফের টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হোক। সহঅধিনায়ক করা হোক দীর্ঘদিন পর দলে ফিরে এসে দারুণ পারফরম্যান্স করা অজিঙ্কা রাহানের হাতে। তবে এখনই অধিনায়কত্ব যাচ্ছে না রোহিত শর্মার। নির্বাচকরা ধীরে চলার নীতি গ্রহণ করছেন। কিছুদিন পরে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। তবে তিনি যদি সেই সিরিজে ভালো পারফরম্যান্স করতে না পারেন তাহলে তাঁর অধিনায়কত্বের চাকরি যাবে বলে মনে করা হচ্ছে।
আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ভারতের। সেখানে অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। যদি তিনি নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নেন তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু নির্বাচকরা তাঁকে আপাতত অধিনায়ক হিসেবে সরিয়ে দিচ্ছেন না। তবে তিনি আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর্যন্ত অধিনায়ক থাকবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে।
আগামী দু’বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব চলার পর রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৩৮। যা একটা চিন্তার বিষয় বলে মনে করছেন অনেকে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন। শিবসুন্দর দাস এবং তাঁর সহককারীরা এখনও পর্যন্ত রোহিতকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর রোহিতের ব্যাটিং পারফরম্যান্স খতিয়ে দেখা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ডিসেম্বর পর্যন্ত আমাদের কোনও টেস্ট সিরিজ নেই। তারপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দল। ততদিনে নতুন নির্বাচন প্রধানও আসবেন। নির্বাচকরা অনেকটা সময়ও পেয়ে যাবেন। নির্বাচকদের কাছে ভেবেচিন্তে দেখার বিষয়ে এই সময়টা যথেষ্ট। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।’
এর আগে দক্ষিণ আফ্রিকার সফরের সময় ভারতের তৎকালীন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। রোহিত শর্মাকে তখন অধিনায়কত্বের কথা বলা হয়, কিন্তু রোহিত প্রথমে এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না। এই বিষয়ে ভারতীয় বোর্ডের ওই কর্তা বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক হিসেবে কেএল রাহুলের ভালো পারফরম্যান্স না আসায় তৎকালীন বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ রোহিতকে রাজি করান দায়িত্ব নেওয়ার জন্য।’
রোহিত শর্মার ব্যাট শেষবার ঝলসে উঠেছে ওঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে। সেই ম্যাচে তিনি ১২০ রান করেন। তারপর থেকে ভারত অধিনায়কের ব্যাটে রান নেই। ২০২২ সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন ‘হিটম্যান’। তার মধ্যে সাতটি ম্যাচে ১১টি ইনিংস খেলে তিনি করেছেন ৩৯০ রান। রয়েছে একটিমাত্র সেঞ্চুরি। এবং বাকি ইনিংসগুলিতে পঞ্চাশের উপরে রান করতে পারেননি।
অন্যদিকে এই ১০টি টেস্ট ম্যাচে ১৭টি ইনিংস খেলে বিরাট কোহলি করেন ৫১৭ রান। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদে রয়েছে ১৮৬ রান। অন্যদিকে চেতেশ্বর পূজারাও আটটি টেস্ট ম্যাচে ১৪ ইনিংসে ৪৮২ রান করেছেন। নির্বাচকেরা বুঝতে পারছেন আগামী তিন বছরে ভারতীয় দলের প্রথম সারির এই তিন ব্যাটার দলের টপ অর্ডারের জন্য ফিট না হতেও পারেন। প্রত্যেকের বয়স ৩৫ বছরের উপরে হয়ে যাবে। ভবিষ্যৎ দলের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে নির্বাচকদের।
For all the latest Sports News Click Here