এখনই ভাবছি না সেমিফাইনালের কথা! হঠাৎ কেন এই কথা বললেন রোহিত শর্মা
শুরু হয়ে গিয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বর্তমানে চলছে কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ। এরপরে ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার ১২-এর ম্যাচ। সেই রাউন্ডে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন কোন পরিকল্পনা নিয়ে ভারত এই টুর্নামেন্টে নামবে।এই টুর্নামেন্টে পাকিস্তান,বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে টিম ইন্ডিয়া। গত বছর ভারত তাদের প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। এবার দ্বিতীয়বার এই টুর্নামেন্ট জেতার চেষ্টা করবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… T20WC 2021-এ লেংথের পরিবর্তনে আউট হয়েছিলেন রাহুল! জানেন কে পরামর্শ দিয়েছিলেন শাহিনকে
২০২২ টি টোয়েন্টিবিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে BCCIরোহিত শর্মার একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে হিটম্যান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। রোহিতই প্রথম বলেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করা গর্বের বিষয়। তিনি এটা নিয়ে খুবই উত্তেজিত। এখানে তারা বিশেষ কিছু করার সুযোগ পাবে। যখনই বিশ্বকাপ হয়,খেলোয়াড়রা দারুণ উত্তেজিত থাকে। এটা একটা বড় টুর্নামেন্ট,কিন্তু আমরা এটা নিয়ে বেশি কথা বলি না। এটি আমাদের পরিকল্পনা কার্যকর করতে সাহায্য করে।
আরও পড়ুন… আমার প্লেয়ারদের এটা করতে বলব- মানকাডিং নিয়ে নিজের ধারণা স্পষ্ট করলেন রবি শাস্ত্রী
রোহিত শর্মা আরও বলেন,ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতে অস্ট্রেলিয়া পৌঁছেছে ভারত। তবে অস্ট্রেলিয়ায় খেলাটা হবে ভিন্ন চ্যালেঞ্জ। কিছু খেলোয়াড় এখানে প্রথমবারের মতো খেলছেন। তাদের পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে। এই কারণে,ভারতীয় দল বেশকিছু দিন আগে অস্ট্রেলিয়া পৌঁছেছে এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছে।
রোহিত বলেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই বিশেষ। ভক্তরা এই ম্যাচটি দেখতে প্রচুর সংখ্যায় আসেন এবং ঘরে বসে টিভিতেও ম্যাচটি দেখতে পান। উত্তেজনায় ভরপুর পরিবেশ। এই ম্যাচটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভারত তাদের অভিযান শুরু করবে,কিন্তু আমরা আমাদের ওপর চাপ সৃষ্টি না করার চেষ্টা করছি। একজন খেলোয়াড় হিসেবে আমাদের কাজ কী এবং আমাদের কী করা দরকার সেদিকেই আমাদের ফোকাস রয়েছে।’
রোহিত আরও বলেছেন যে,‘আমরা আবার বিশ্বকাপ জিততে চাই, তবে এর জন্য আমাদের অনেক কিছু সঠিকভাবে করতে হবে। এই মুহূর্তে,এতটা সামনের চিন্তা না করে এবং সঠিক উপায়ে একবারে একটি কাজ করার চেষ্টা করা। একটা সময়ে যে দলের সঙ্গে ম্যাচ হবে সেটা মাথায় রাখব এবং প্রস্তুতি নেব। আমরা প্রতিটি ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সঠিক পদ্ধতিতে ম্যাচ খেলে জেতার চেষ্টা করব।’
For all the latest Sports News Click Here