এক ম্যাচ খেলেই সুয়াশ বদলে দিয়েছে KKR-এর স্ট্র্যাটেজি, কী ভাবে? খোলসা করলেন ভরত
আইপিএলে স্বপ্নের অভিষেক হয়েছে ১৯ বছরের সুয়াশ শর্মার। শুক্রবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ধামাকাদার পারফরম্যান্স করেছেন সুয়াশ। নিয়েছেন ৩ উইকেট। আর সুয়াশের পারফরম্যান্সই কেকেআর-এর ভাবনা বদলে দিয়েছে। তারা কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে খেলার কথা ভাবছেন। শনিবার এমনটাই দাবি করেছেন কেকেআর-এর বোলিং কোচ ভরত অরুণ।
দিল্লির ১৯ বছরের তরুণ বল হাতে রহস্য তৈরি করেছেন। মিস্ট্রি স্পিনার হয়ে উঠেছেন সুয়াশ। তিনি আরসিবি-র বিরুদ্ধে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিনারদের তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যোগ দেন। আর এই তিন স্পিনার মিলেই গুঁড়িয়ে দেন বিরাট কোহলিদের। ২০৫ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। তিন স্পিনার মিলেই আরসিবি-র মোট নয় উইকেট তুলে নেন।
আরও পড়ুন: ব্যাটে লেগে উঠল ক্যাচ, ফিল্ডার ধরলেনও, বোলার নো-বলও করেননি, তবু আউট হলেন না DC অধিনায়ক
সংবাদমাধ্যমকে ভরত অরুণ বলেছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের সঙ্গে এটি আমাদের অনেকগুলি বিকল্প দেয়, আমরা তিন জন রহস্যময় স্পিনার নিয়ে ম্যাচ খেলতে নামতে পারব।’ তিনি যোগ করেছেন, ‘সুয়াশ এক জন প্রতিভাবান ক্রিকেটার। ওর আত্মবিশ্বাস রয়েছে। শুরুটা খুব ভালো করেছে। কিন্তু ও কত দূর এগোতে পারবে, তার জবাব সময় দেবে। দীর্ঘ দিন ধরে ভালো খেলতে হবে। যদি আমদাবাদের পিচে সুয়াশকে প্রয়োজন হয় তা হলে খেলাব। সব কিছুই পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে।’
আরও পড়ুন: নিজে মুম্বইয়ের বলে WC একাদশে শার্দুলকে রাখছেন- মঞ্জরেকরকে মোক্ষম খোঁচা শ্রীকান্তের
আমদাবাদে পরীক্ষার মুখে পড়তে হবে কেকেআর অধিনায়ক নীতিশ রানাকেও। অধিনায়ক হওয়ার পরে দু’টি ম্যাচের একটিতেও রান পাননি নীতিশ। তাঁর কি আত্মবিশ্বাসের অভাব হয়েছে? যদিও সেটা মনে করতে নারাজ অরুণ। তিনি বলছেন, ‘নীতিশ তরুণ ক্রিকেটার। ওর প্রতিভা আছে। সেই কারণেই ওকে অধিনায়ক করা হয়েছে। দুটো ম্যাচে রান না পেলেই কেউ খারাপ হয় না। ওর উপর আমাদের বিশ্বাস আছে।’
শনিবারই আমদাবাদে নাইট শিবিরে যোগ দিয়েছেন জেসন রয়। ভরত বলেছেন, ‘জেসনের এসে যাওয়াটা দুর্দান্ত ব্যাপার। রোমাঞ্চকর ক্রিকেটার। আমাদের দলের শক্তি বাড়বে। আমরা সবাই খুব উত্তেজিত হয়ে রয়েছি।’ টস কতটা প্রভাব ফেলবে ম্য়াচে? ভরত বলেছেন, ‘আমরা টস নিয়ে খুব একটা ভাবছি না। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা খুব ভাল প্রস্তুতি নিয়েছি। কাল বিকেলের খেলা। তাই টস বড় ফ্যাক্টর হবে না।’
For all the latest Sports News Click Here