এক ম্যাচে ফ্লপ হতেই লিটনকে বাদ দিল KKR! নেপথ্যে জঘন্য উইকেটকিপিং নাকি অন্য কিছু?
একটি ম্যাচে খেলিয়েই লিটন দাসকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য উইকেটকিপিং করেছিলেন। দুটি সহজ স্টাম্পিং ফস্কে দিয়েছিলেন। যা কেকেআরের হারের অন্যতম কারণ ছিল। ব্যাট হাতেও ফ্লপ হয়েছিলেন। চার বলে মাত্র চার রান করেছিলেন। তবে রবিবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে কেন বাংলাদেশের তারকাকে এক ম্যাচের পরই বাদ দেওয়া হল, তা নিয়ে অবশ্য কিছু জানাননি কেকেআরের অধিনায়ক নীতিশ রানা।
কী কারণে লিটনকে বাদ দিয়েছে কেকেআর?
সংশ্লিষ্ট মহলের মতে, প্রথম ম্যাচে এতটাই নিম্নমানের উইকেটকিপিং করেছিলেন লিটন, যে তাঁকে বাদ দিয়ে বাধ্য হয়েছে কেকেআর। দিল্লির বিরুদ্ধে যখন জেতার জায়গায় দাঁড়িয়েছিল কেকেআর, সেইসময় দুটি সহজ স্টাম্পিং ফস্কে দিয়েছিলেন। ১৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ললিত যাদবকে আউট করতে পারেননি। তারপর ১৮.৫ ওভারে রানার বলে অক্ষর প্যাটেলের স্টাম্পিং ফস্কে দিয়েছিলেন। ওই দুটি আউট করতে পারলেই ম্যাচটা জিতে যেত কেকেআর। যে ম্যাচে লিটনকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে কেকেআরের ‘রহস্য’ স্পিনার বরুণের বল পড়তে পারছেন না। তুলনামূলকভাবে ভালো অবস্থা এন জগদীশনের।
আরও পড়ুন: KKR vs CSK: কপালে বড় লাল টিপ, কড়া বার্তা রাসেলের, ‘কে খেপিয়ে তুলল?’ কাঁপুনি CSK ভক্তদের
তবে স্টাম্পিং ছাড়াও লিটনকে বাদ দেওয়ার আরও একটি কারণ উঠে আসছে। সংশ্লিষ্ট মহলের মতে, দলের ভারসাম্য বজায় রাখার জন্য লিটনকে বাদ দেওয়া হয়েছে। সেটা কীরকম? ওই মহলের মতে, পেস বোলার নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর। লকি ফার্গুসন এবং টিম সাউদি দু’জনেই ব্যর্থ হয়েছেন। সেইসঙ্গে আন্দ্রে রাসেলও ছন্দে নেই। তাই পেস বোলার এবং ফিনিশার হিসেবে ডেভিড ওয়াইজিকে নেওয়া হয়েছে। তাতে দলের ভারসাম্য বাড়বে। আর সেই সিদ্ধান্তটা আরও সহজ করে তুলেছে উইকেটের পিছনে লিটনের ব্যর্থতা।
আরও পড়ুন: KKR vs CSK Live: দ্বিতীয় ওভারেই জীবনদান পেলেন ডেভন কনওয়ে
কেকেআরের প্রথম একাদশ
জেসন রয়, এন জগদীশন, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, ডেভিড ওয়াইজি, কুলবন্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তী।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here