এক মরশুমে বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, দশম ফুটবলার হিসাবে নজির আলভারেজের
আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। এবার জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। ইউরোপিয়ান ফুটবলের একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতার নজির গড়লেন আর্জেন্তাইন তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ। দশম ফুটবলার হিসাবে একই মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ জেতার নজির গড়লেন তিনি।
২৩ বছরের এই তরুণ ফুটবলার বিশ্বকাপ সহ আরও একাধিক টুর্নামেন্ট ইতিমধ্যেই জিতিছেন। তার মধ্যে অবশ্যই থাকবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও কোপা আমেরিকা, ফিনালিসিমা, আর্জেন্তাইন প্রিমেরা, কোপা লিবার্টাডোরেস, কোপা আর্জেন্তিনা, সুপার কোপা আর্জেন্তিনা, ট্রোফেও ডে ক্যাম্পিওনেস, রেকোপা সুদাআমেরিকানা, প্রিমিয়র লিগ এবং এফএ কাপ।
চলতি মরশুমেই চ্যাম্পিন্স ট্রফি জেতে ম্যান সিটি। সেই দলেও ছিলেন আলভারেজ। প্রিমিয়র লিগের পাশাপাশি এফএ কাপেও খেলেছেন। সেই টুর্নামেন্টও জেতে গুয়ার্দিওয়ালার দল। স্বাভাবিক ভাবেই এবারের মরশুমে দুর্দান্ত ফর্মে দেখা যায় সিটিকে। ত্রিমুকুট জিতে ইতিহাস তৈরি করল পেপ গুয়ার্দিওয়ালার দল।
এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে এই নজির চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সিটির। আর এই জয়ের সঙ্গে সঙ্গে যেমন ম্যাঞ্চেস্টার সিটি এবং কোচ পেপ গুয়ার্দিওয়ালাও রেকর্ড করেছেন। ঠিক তেমনই রেকর্ড গড়লেন আলভারেজও। দশম ফুটবলার হিসাবে এক মরশুমে বিশ্বকাপ জয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির গড়লেন তিনি।
এর আগে একই মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে গ্রেড মুলার, উলরিচ হোয়েনেস, পল ব্রেটিনার, জোসেফ মেয়ার, ফ্র্যাঞ্জ বেকেনবুয়ার এবং হ্যান্স জর্জ শোয়ারজেনবেক। ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান কারিমবেও, ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোস এবং ২০১৮ সালে ফ্রান্সের রাফায়েল ভার্নের এই রেকর্ড রয়েছে। এই কিংবদন্তিদের পাশে এবার জায়গা করে নিলেন আর্জেন্তাইন তরুণ ফুটবলার আলভারেজ।
যদিও আলভারেজ এই ম্যাচে কোনও গোল করতে পারেননি। তবে এই মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। যা সব মহলেই প্রশাংসা পেয়েছে। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ম্যাঞ্চেস্টার সিটি। পালটা দিতে থাকে এসি মিলানও। দুই হেভিওয়েট দলের লড়াই জমে ওঠে। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় গুয়ার্দিওয়ালার দল। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় একটি মাত্র গোল করেন রড্রি। আর তাতেই বাজিমাত করে সিটি। প্রিমিয়র লিগ, এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও নিজেদের দখলে নিল ইংল্যান্ডের এই ক্লাবটি।
For all the latest Sports News Click Here