এক ভিলেন ২-র ‘গলিয়া রিটার্নস’ টেক্কা দিয়ে গেল পুরনো ‘গলিয়া’কে, না শুনলে বড় মিস!
‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার আসার পর থেকেই সিনেমার জন্য অধীরে অপেক্ষা করছেন দর্শকরা। অর্জুন কাপুর, জন আব্রাহাম, দিশা পাটানি, তারা সুতারিয়া-র সিনেমার ট্রেলার ছাপ ফেলে গিয়েছে সকলের মনে। সঙ্গে এই ছবির আরও এক চর্চার বিষয় হল ‘গলিয়া রিটার্নস’। গানখানা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হিট।
‘এক ভিলেন’-এর হিট গান ‘গলিয়া’র রিমিক্স ‘গলিয়া রিটার্নস’। পুরনো গানটি গানের প্লে লিস্টে রাখেননি এমন পাওয়া দুস্কর। আর নতুন গানটির ক্ষেত্রেও এমনটাই হতে চলেছে। শদ্ধা কাপুর আর সিদ্ধার্থ মলহোত্রার স্মৃতি উসকে দেবে গানখানা।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল এক ভিলেন। পরিচালনায় মোহিত সুরি। মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মলহোত্রা, শ্রদ্ধা কাপুর আর রীতেশ দেশমুখ। ৩৯ কোটির ছবি ১৭০ কোটি আয় করেছিল সেই সময়। সেরা সহ-অভিনেতা হিসেবে একাধিক পুরস্কার পেয়েছিলেন রীতেশ। আর ‘গলিয়া’ সেরা গানের তকমা
ট্রেলার লঞ্চে ছবিতে নিজেদের গ্রে ক্যারেক্টার নিয়ে কথা বলেন জন আব্রাহাম আর অর্জুন কাপুর। জন বলেন, ‘স্ক্রিপ্টটা আমার দুর্দান্ত লেগেছে। প্রথম যখন শুনি, ভালোবেসে ফেলেছিলাম। তারপর একতা (কাপুর) আর মোহিত (সুরি)-র সঙ্গে দেখা করি। আমি সত্যিই স্ক্রিপ্ট শুনে হুশ খুইয়েছিলাম। আমার মনে হয় মোহিত ফাটিয়ে কাজ করেছে। আমি খুব খুশি।’
অর্জুন জানান, ‘আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে শুরুর পর থেকে নানা ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। তা সে ঔরঙ্গজেব হোক বা ইশকজাদে হোক।’
For all the latest entertainment News Click Here