এক বছরে সর্বাধিক T20I ম্যাচ জয়, নজির গড়ে পাকিস্তানের রেকর্ড স্পর্শ করল ভারত
শুভব্রত মুখার্জি: গতবারের টি-২০ বিশ্বকাপের সময় থেকেই বড় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে পারছে না ভারতীয় দল। সে কথা কার্যত সাম্প্রতিককালে মেনেও নিয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২১ টি-২০ বিশ্বকাপের পরে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। তবে বড় টুর্নামেন্টে সাফল্য না এলেও আন্তর্জাতিক আঙিনায় কিন্তু জাতীয় দল বেশ দাপটের সঙ্গেই খেলছে। এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতার বিষয়ে নজির গড়ে দল হিসেবে ফর্মে থাকার প্রমাণ দিল রোহিত বাহিনী। পাশাপাশি তারা স্পর্শ করে ফেলল পাকিস্তানের গড়া নজিরকেও।
প্রসঙ্গত ২০১৮ সালে এক ক্যালেন্ডার বর্ষে ২০টি ম্যাচ জিতে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতার নজির গড়েছিল পাকিস্তান। এবার তিন বছর বাদে তাদের সেই নজিরকে স্পর্শ করল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। উল্লেখ্য রোহিতের ভারতের সামনে হায়দরাবাদেই সুযোগ থাকছে পাকিস্তানকে টপকে এই নজির এককভাবে নিজেদের নামে করার। পাশাপাশি সিরিজও জিতবে ভারতীয় দল। এরপরেও অবশ্য তাদের সামনে বেশ কিছু সুযোগ থাকছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তারপরেই রয়েছে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ।
আরও পড়ুন… ভারতের T20 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটা? কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন কালিস
শুক্রবার নাগপুরে বৃষ্টির কারণে ভিজে ছিল আউটফিল্ড। ফলে খেলা শুরু হতে দেরি হয়। শেষ পর্যন্ত ৮ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে থাকে ২ টি পাওয়ার প্লের ওভার। প্রত্যেক বোলারকে সর্বোচ্চ ২ ওভার করেই করানোর নির্দিষ্ট সীমাও বেঁধে দেওয়া হয়। এদিন রোহিত টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতের হয়ে এদিন বোলিং ওপেন করেন হার্দিক পান্ডিয়া। দলে দীর্ঘদিন বাদে প্রত্যাবর্তন হয় পেসার জসপ্রীত বুমরাহর। অজি অধিনায়ক তথা ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৩১ রান। পরের দিকে ২০ বলে ৪৩ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। অজি দল নির্ধারিত ৮ ওভারে করে ৫ উইকেটের বিনিময়ে ৯০ রান। ভারতের হয়ে ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
আরও পড়ুন… PAK vs ENG 2022: পাকিস্তানকে হারানোর সহজ সমীকরণ, এই কাজটা করলেই কেল্লা ফতে, বুঝে গিয়েছে সব দল
রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসকে দিশা দেখান অধিনায়ক রোহিত শর্মা। এদিন ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ভারতের অপর ওপেনার রাহুল মাত্র ১০ রানে আউট হন। তিনে ব্যাট করতে নামা বিরাটও ১১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ২০ বলে ৪৬ রানের অপরাজিত একটি অনবদ্য ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪টি চার মারার পাশাপাশি হাঁকান ৪টি বড় বড় ছয়ও। শেষ দিকে ফিনিশার দীনেশ কার্তিক ড্যানিয়েল স্যামসের প্রথম বলে ছয় এবং দ্বিতীয় বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই ম্যাচ জয়ের ফলে সমতায় ফিরল ভারত, সিরিজের স্কোর এখন ১-১। সিরিজের পরবর্তী তথা শেষ ম্যাচ খেলা হবে রবিবার হায়দরাবাদে।
For all the latest entertainment News Click Here