এক ফ্রেমে ৩ টম ক্রুজ! কোন জন আসল চিনতে পারলেন?
একই ছবিতে একই সঙ্গে তিনজন টম ক্রুজ! ব্যাপারটা কী? সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেটা দেখেই হতভম্ভ হয়ে গিয়েছেন ভক্তরা। অনেকেই ভেবে বসলেন এঁরা হলেন সকলেই টম ক্রুজের বডি ডাবল। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে পর্দায় এঁরাই টম ক্রুজের যে অ্যাকশন দৃশ্যগুলো থাকে সেখানে লড়াই করেন। এঁদের প্রত্যেককেই টম ক্রুজের মতোই দেখতে। দৈহিক গঠন থেকে মুখের আদল সবেতেই ভীষণ মিল। খুব ভালো করে লক্ষ্য। না করলেই ভুল হতে বাধ্য!
ছবিটি যখন ইন্টারনেটে ভাইরাল হয় তাতে লেখা ছিল ‘টম ক্রুজের বডি ডাবলস, ছবিটা তুলেছেন খোদ টম ক্রুজ।’ অনেকেই প্রথমে বুঝতে পারেননি আসলে কে টম ক্রুজ! এর একটি কারণ তো তাঁদের তিনজনকেই একই রকমের দেখতে। এছাড়া অনেকেই বলে থাকেন টম নাকি নিজেই নিজের অ্যাকশন দৃশ্যগুলো শুট করে থাকেন। তাহলে তাঁর বডি ডাবলস আসবে কোথা থেকে? যদিও যতই সন্দেহ থাক এই ছবি যে অনুরাগীদের মন কেড়েছে সেটা বলাই বাহুল্য।
কেউ কেউ আবার এতে মজার রসদ খুঁজে পেয়েছেন। কেউ বলেছেন ‘পরীক্ষায় যখন মাল্টিপল চয়েজের অপশন দেওয়া হয়।’ তো কেউ আবার অন্য কোনও মশকরা জুড়েছেন। আদতে অনেক অভিনেতাই কোনও রিস্কি অ্যাকশন দৃশ্যে নিজে শট না দিয়ে বডি ডাবলসদের উপর ভরসা করেন। যে কোনও বিপদের ঝুঁকি এড়াতে তাঁরা এই পন্থা নেন। সেক্ষেত্রে কি বাদ যান না টম ক্রুজও? তাঁর করা মিশন ইম্পসিবল বা টপ গান ছবির অ্যাকশন দৃশ্যের জন্য তিনি এঁদের উপরই ভরসা করেন? দ্বন্দ্বে ভুগছেন অনেকেই। আসলে এই ছবিটা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে বানানো।
এই ভাইরাল হওয়া ছবিটা মোটেই বাস্তব নয়। বরং মিডজার্নি প্ল্যাটফর্মে AI -এর সাহায্যে এই ছবিটিকে নির্মাণ করা হয়েছে। এই ছবিটি বানিয়েছেন অং হুই উ নামক এক ব্যক্তি।
For all the latest entertainment News Click Here