এক ফ্রেমে বাপ-মেয়ে! সইফ-সারার অনস্ক্রিন রসায়ন দেখে অনুরাগীদের মন ‘মাঙ্গে মোর’
প্রথম বার এখসঙ্গে কাজ। পর্দায় এক ফ্রেমে দু’জনে। বাবা আর মেয়ে। সইফ আলি খান এবং সারা আলি খান। সারা হলেন পুলিশের ভূমিকায়। আর সইফ আসামির। দু’জনে মিলে শ্যুটিং করলেন একচি বিজ্ঞাপনের। আর তা দেখে অনুরাগীদর আবদার, এমন দৃশ্য আরও বেশি ক্ষণের জন্য দেখতে মন চাইছে। মানে, এবার সিনেমায় এই জুটিকে দেখতে পেলে ভালো হয়।
সম্প্রতি সইফ এবং সারা একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বিমা নিয়ে কথা বলছেন। তাঁর পরনে সংরক্ষণাগারের আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হয় ‘পুলিশ’ সারা। এসে বলে নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যে কোনও বিমা করানো উচিত নয়।
(আরও পড়ুন: ‘আমি তোমাদেরই মতো’! কাশ্মীরে গিয়ে সাধারণের সঙ্গে মিশে গেলেন সইফ কন্যা সারা)
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়েছে। সারা নিজে লিখেছেন, ‘আমি তো বাবাকে গারির বিমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ কেউ তাঁর বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনও খুব ছোট্টটি হন না।’ তাঁর এই মন্তব্যে যারপরনাই হেসেছেন ভক্তরাই।
(আরও পড়ুন: রকি অউর রানি দেখতে হাজির বলিউড, কারা এলেন জোড়ায়, কারা একা)
এই বিজ্ঞাপন দেখে অবশ্য অনুরাগীদের খুশির সীমা নেই। কেউ কেউ বলেছেন, এই বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন ক্যামেরার আড়ালে বাপ-মেয়ের মধ্যে কেমন কথা হচ্ছিল, সেটা জানতে চান। কেউ আবার আবদার করেছেন, এই ছোট বিজ্ঞাপন দেখে মন ভরলা না। বাবা-মেয়েকে একসঙ্গে কোনও সিনেমায় দেখতে চান। সব মিলিয়ে ভক্তদের দারুণ আনন্দ দিয়েছে এই জুটি। তবে সত্যিই তার কোনও সম্ভাবনা আছে কি না, সে সম্পর্কে এখনও কোনও আশার আলো দেখাননি এই দু’জনের কেউই।
(আরও পড়ুন: সারা যেন পাড়ার মেয়ে! অটোয় চড়ে মুম্বই ভ্রমণে সইফ কন্যা, করলেন পাপারৎজিদের সঙ্গে খুনসুটি)
সইফ আলি খানের সঙ্গে প্রথমে বিয়ে হয় অমৃতা সিংয়ের। সেই বিয়ে যধিও টেকেনি। কিন্তু অমৃতার সঙ্গে সউফের দুই সন্তান হয়। সারা এবং ইব্রাহিম। সারা ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছেন। আগামী দিনে ইব্রাহিমও পা রাখতে চলেছেন বলিউডে। সইফের মতোই তাঁর এই দুই সন্তানও যথেষ্ট জনপ্রিয়। আগামী দিনে তাঁদের দু’জনকে বাবার সঙ্গে পর্দায় দেখার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন।
For all the latest entertainment News Click Here