এক তরফা ভাবে ডাচদের হারাল শ্রীলঙ্কা, কোনও ম্যাচ না হেরেই ট্রফি জিতল হাসারাঙ্গারা
২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডস ক্রিকেট দলকে ১২৮ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা অপরাজিত থেকে তাদের ৮টি ম্যাচের সবকটিতেই জিতেছে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারের মধ্যেই সবকটি উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৩ রান তোলে। জবাবে ডাচ দল মাত্র ২৩.৩ ওভারেই গুটিয়ে যায়। এই সময়ে তারা স্কোর বোর্ডে মাত্র ১০৫ রান করে তুলতে সক্ষম হয়। ১০৫ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ফলে ফাইনাল ম্যাচটি ১২৮ রানে জিতে যায় শ্রীলঙ্কা। ম্যাচের সেরা হয়েছেন দিলশান মদুশঙ্কা।
একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের হাল হকিকাত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিশঙ্কা ৩৩ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান। সাদিরা সমরাবিক্রমে ২৩ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। ৫২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। এই সময়ে তিনি পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে সাহান আরাচচিগের ৭১ বলে ৫৭ রানের ইনিংস দলকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। এরপরে চরিথ আসালঙ্কা ৩৬ বলে ৩৬ রান করেন। তবে এরপরে হাসারাঙ্গা ২৯ ছাড়া কেউই সেভাবে রান করতে পারেননি।
শ্রীলঙ্কার দেওয়া ২৩৪ রান তাড়া করতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং ১৪ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে বাজে শুরু করে ডাচরা। ৪৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউড নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন। এছাড়াও লোগান ভ্যান বিক ২০ রানের ইনিংস খেলেন। এছাড়া কোনও সময়ের নিক ফিরে লড়াই করেছিলেন, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তবে এই তিন ডাচ ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের সংখ্যায় যেতে পারেননি। প্রত্যেকেই এসেছেন এবং গিয়েছেন।
শ্রীলঙ্কার এই জয়ের নেপথ্যে ছিলেন তাদের বোলাররা। এদিনেকর ম্যাচে ৬.৩ ওভার বল করে ৩১ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন মাহিশ থিকশানা। এছাড়াও ম্যাচের সেরা দিলশান মদুশঙ্কা ৭ ম্যাচে ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। এছাড়া বাকি কাজটা করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাত ওভারে ৩৫ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন তিনি।
For all the latest Sports News Click Here