এক ডজনের বেশি উইকেট নিয়ে ইতিহাস গুদাকেশের,জিম্বাবোয়েকে হেলায় হারাল ক্যারিবিয়ানরা
জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন ক্যারিবিয়ান প্লেয়াররা। বিশেষ করে তাদের স্পিনার গুদাকেশ মতির আগুনে পারফরম্যান্সে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়েছেন গুদাকেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান স্পিনার সাত জন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েই ইতিহাস লিখে ফেলেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি হাফ ডজন উইকেট নিয়েছেন।
গুদাকেশ মতি ইতিহাস সৃষ্টি করেছেন
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবোয়ের সাত ব্যাটারকে আউট করেন গুদাকেশ। দ্বিতীয় বাঁহাতি বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। আলফ্রেড লুই ভ্যালেন্টাইন প্রায় ৭৩ বছর আগে এই কীর্তি গড়েছিলেন। ১৯৫০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে বাঁ-হাতি বোলার ৮ উইকেট নিয়েছিলেন। গুদাকেশ প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে লুই ভ্যালেন্টাইনের ঠিক পরেই জায়গা করে নিয়েছেন। এর পর দ্বিতীয় ইনিংসে গুদাকেশ আরও ৬ উইকেট নিয়ে নিজের দলকে এক ইনিংস এবং ৪ রানে দুরন্ত জয় এনে দেন।
আরও পড়ুন: প্রেম দিবসে ‘ওয়াইফি’র সঙ্গে ছবি পোস্ট করে ডিলিট পৃথ্বীর, সিঙ্গল ছবি দিলেন শুভমন
জিম্বাবোয়েকে হেলায় হারাল ক্যারিবিয়ানরা
বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুদাকেশের দাপটে জিম্বাবোয়ে প্রথম ইনিংসে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। ইনোসেন্ট কাইয়া সর্বোচ্চ ৩৮ রান করেন। ডোনাল্ড তিরিপানো অপরাজিত ২৩ রান করেন। ক্রেগ আরভিন ২২ রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। একাই ৭ উইকেট নেন গুদাকেশ। জেসন হোল্ডার নেন ২ উইকেট। ১ উইকেট নেন আলজারি জোসেফ।
আরও পড়ুন: ২০১৮-তে শামি ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন, রবি শাস্ত্রীর পরামর্শেই বদলে যায় জীবন
ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ (৭০) এবং রেমন রেইফারের (৫৩) অর্ধশতরানের সৌজন্যে ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে করে ২৯২ রান। এ ছাড়া জোশুয়া দ্য সিলভা করেন ৪৪ রান। ৩৬ করেন তাগেনারিন চন্দ্রপল। ৩০ করেন কাইল মায়ার্স। ভিক্টর নুচি নেন ৫ উইকেট। ব্র্যান্ডন মাভুতা নেন ৩ উইকেট। ১ উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা। প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় ক্যারিবিয়ানরা।
কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিডই টপকাতে পারেনি জিম্বাবোয়ে। তারা ১৭৩ রানে গুটিয়ে যায়। ৪ রানে পিছিয়ে থাকে জিম্বাবোয়ে ক্রেগ আরভিন ৭২ রান করেন। ৪৩ রান করেন ইনোসেন্ট কাইয়া। বাকিরা ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। তার মধ্যে ন’জনই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।
ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশের ৬ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নিয়েছে আলজারি জোসেফ, শ্যানোন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার এবং রোস্টন চেজ।
For all the latest Sports News Click Here