এক চুল, এক পোশাক, এমনকি গালের টোলটাও এক! এ কে শাহরুখ নাকি অন্য কেউ?
এ কে! শাহরুখ না অন্য কেউ! চুলের কাট, হাবভাব, অঙ্গভঙ্গি, পোশাক সব কিছুতেই যে হুবহু মিল। কেবল নামটাই কেমন যেন অচেনা ঠেকছে! কে ইনি? সহজ বাংলা বা চলতি ভাষায় বলতে গেলে শাহরুখ খানের লুক আ লাইক। আপনি না চিনে তাঁর ভিডিয়ো দেখলে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান বলে ভিরমি খেতেই পারেন! এই ব্যক্তির নাম ইব্রাহিম কাদরি
ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তাঁকে হামেশাই কিছু না কিছু পোস্ট করতে দেখা যায়। বর্তমানে তাঁকে শাহরুখের মতোই লম্বা চুলে দেখা যাচ্ছে। পাঠান ছবিতে তিনি যে সবুজ রঙের শার্ট পরেছিলেন সেটা পরেও তাঁকে একাধিক ভিডিয়ো করতে দেখা গিয়েছে। চোখে সেই গোল ফ্রেম কালো রঙের রোদ চশমা।
কখনও পিজ্জা হাট, কখনও আবার পাটনার কোথাও, তো কখনও অন্যত্র তাঁকে শাহরুখের ছবি প্রচার করতে দেখা গিয়েছে। ঝুমে জো পাঠান গানে তাঁকে নেচে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা যায়।
তাঁর চলা বলা, দুই বাহু ছড়িয়ে আইকনিক স্টাইলে পোজ দেওয়া দেখে সত্যিই বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে তিনি কে ইব্রাহিম কাদরি নাকি শাহরুখ নিজেও। আশ্চর্যজনকভাবে তাঁর গালের টোলটা পর্যন্ত এক! এত্ত মিল না দেখলে সত্যি বোঝা মুশকিল ছিল।
ইনস্টাগ্রামে এই ব্যক্তির বহু ফলোয়ার। ৩ লাখ ২৮ হাজার ফলোয়ার আছে তাঁর। এক একটি পোস্টে তাঁর সহস্রাধিক লাইক, কমেন্ট। আসল খানের থেকে তাঁর জনপ্রিয়তা এতটাও কম নয়! তবে তাঁর যতই ফলোয়ার থাক তিনি কিন্তু ফলো করেন কেবল একজনকেই। কে বলুন তো তিনি? হ্যাঁ ঠিকই অনুমান করছেন, স্বয়ং কিং খান!
For all the latest entertainment News Click Here