এক চিলতে কাপড়ে মোড়া বুক, উন্মুক্ত বেবিবাম্প নিয়ে ফটোশ্যুট দেবিনার, রইল ছবি
গত অগস্ট মাসেই দ্বিতীয়বার মা হতে চলার সুখবরটা ভাগ করে নিয়েছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। দেবিনার মেয়ের বয়স তখন সবে চার মাস! তার মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলার খবর জানিয়ে তীব্র কটার্ষের শিকার হয়েছিলেন দেবিনা ও তাঁর স্বামী গুরমিত। তবে চুপ থাকেননি তারকা দম্পতি। টেলভিশনের এই জুটি সপাট জবাবও দিয়েছিলেন।
সম্প্রতি মাতৃত্বকালীন ফটোশ্যুটে দ্যুতি ছড়ালেন এই বং বিউটি। ছবি তোলার ফাঁকে বেবি বাম্পে হাত রাখলেন দেবিনা। সেই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, শ্যুটিং-এর ফাঁকে।
মাতৃত্বকালীন এই ফটোশ্যুটের জন্য কালো রঙা টিউব টপ পরেছিলেন দেবিনা। সঙ্গে ম্যাচিং লম্বা মোজা, যা থাই পর্যন্ত বিস্তৃত। সঙ্গে বুকচেরা শার্টে দেখা গেল অভিনেত্রীকে। উন্মুক্ত বক্ষযুগল, খোলা স্ফীতদোরে মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে দেবিনার। ফটোশ্যুটের সময় নিজের পেটের তলদেশে হাত দিয়ে থাকলেন দেবিনা। যেন সন্তানের কোনওরকম অসুবিধা না হয়!
এই ভিডিয়ো শেয়ার করে দেবিনা জানান, ‘মিরাকেলকে লেন্সবন্দি করে রাখা’। দেবিনার এই ভিডিয়ো দেখে নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়ার একটা বড অংশের কথায়, দেবিনাকে খুব সুন্দর লাগছে। তাঁরা লিখেছেন, ‘ভগবান তোমাকে আরও শক্তি দিন’। তবে কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। মেটারনিটি ফটোশ্যুটে অর্ধরগ্ন হওয়ার কী প্রয়োজন প্রশ্ন তাঁদের।
শোভাবাজারের মেয়ে দেবিনা। ২০০৬ সাল থেকে অভিনেত্রী ডেট করেছেন পঞ্জাবি মুন্ডা গুরমিতকে। এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই জুটি। সেখান থেকে সম্পর্ক। ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে সাত পাক ঘোরেন দুজনে। ‘নাচ বলিয়ে’র মতো ডান্স রিয়ালেটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে।। ২০২২-এর এপ্রিল মাসে কন্যা সন্তানের জম্ম দিয়েছিলেন দেবিনা। আপতত গর্ভাবস্থার তৃতীয় পর্য়ায়ে রয়েচেন দেবিনা।
আগস্ট মাসে প্রেগন্যান্সির খবর শেয়ার করতে গিয়ে দেবিনা লিখেছেন, ”কিছু সিদ্ধান্ত ভগবানের সময় মেনে হয়, সেটা কেউ পাল্টাতে পারে না। এটা তেমনই একটা আশীর্বাদ। সে আসছে আমাদের পরিপূর্ণ করতে’।
For all the latest entertainment News Click Here