এক ওভারে হল ৫ বল! অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে মারাত্মক ভুল আম্পায়ারদের
ছয় নয়, এক ওভারে পাঁচটি বল হল আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। এমনই অভিযোগ তুললেন নেটিজেনরা। তাঁদের দাবি, শুক্রবার অস্ট্রেলিয়ার ইনিংসে চতুর্থ ওভারে পাঁচটি বল করেন নবীন-উল-হক। তারপরই ওভার ডেকে দেন অনফিল্ড আম্পায়ার।
শুক্রবার অ্যাডিলেডে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। চতুর্থ ওভারে বল করতে আসেন নবীন। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুটি বলে এক রান হয়। তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। চতুর্থ বলে আফগানিস্তানের মনসংযোগের অভাবে তিন রান পায় অস্ট্রেলিয়া। পঞ্চম বলে কোনও রান হয়নি। তারপরই ওভার শেষ হয়ে যায়। দুই অনফিল্ড আম্পায়ার পাকিস্তানের আলিম দার এবং জিম্বাবোয়ের ল্যাংটন রুসেরে কিছু বলেননি।
আরও পড়ুন: Sports News Live: দুরন্ত লড়াই আফগানদের, ৪ রানে হেরে অজিদের সেমির অঙ্ক কঠিন করল
বিষয়টি নিয়ে সরব হন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘যদি একটি বল কম খেলা হয়, তাহলে সেটার প্রতিকার কী? কীভাবে কারও নজরে পড়ল না যে (এক ওভারে) মাত্র পাঁচটা বল হয়েছে? যাই হোক, প্রথম প্রশ্নটা থেকে গেল।’ সঙ্গে তিনি বলেন, ‘আর আম্পায়ারের প্রতিটি ভুলই যে ষড়যন্ত্র হবে, এমন নয়। এরকম ভুল বড় দলের পক্ষে এবং বিরুদ্ধে হচ্ছে। ঐতিহাসিকভাবে কী হয়েছে, সেটা আমরা এড়িয়ে যেতে পারব না। আলিম দার অন্যতম সেরা আম্পায়ার।’
অপর এক নেটিজেন বলেন, ‘শুধুমাত্র পাঁচটি বল হয়েছে।’ একজন বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় চতুর্থ ওভারে মাত্র পাঁচটি বল হয়েছে। এবার টুর্নামেন্টে বাজে আম্পায়ারিং হচ্ছে।’ একইসুরে অপর একজন বলেন, ‘কীভাবে একটি বল ভুল করে গেলেন আম্পায়ররা? অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ ওভারে মাত্র পাঁচটি বল হয়েছে।’
For all the latest Sports News Click Here