এক আকাশের নিচের জুটি বড় পর্দায়! ‘ভানু’ শাশ্বতর স্ত্রীর হয়ে ধরা দেবেন দেবলীনা
বাংলার স্বর্ণযুগের অন্যতম সেরা অভিনেতা ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর জীবনেও কি ওঠা পড়া আসেনি? আলবাত এসেছিল, আর সেই সময় তাঁর পাশে শক্ত খুঁটির মতো ছিলেন তাঁর স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিনেতার বায়োপিক আসতে চলেছে বড় পর্দায়। ইতিমধ্যেই সেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। গত ২৬ অগস্ট অভিনেতার ১০৩ তম জন্মবার্ষিকীতে পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের উপর নির্মিত ছবি যমালয়ে জীবন্ত ভানুর অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনেন। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায়কে। অভিনেতা নিজেও এই ছবির পোস্টার শেয়ার করেন। কিন্তু এতদিন জানা যায়নি তাঁর স্ত্রীর চরিত্রে কাকে দেখা যাবে। এবার সেটাই প্রকাশ্যে এল। অভিনেত্রী দেবলীনা দত্তকে দেখা যাবে নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। না, তিনি কেবল ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন না। তিনি একজন প্রথিতযশা গায়িকাও ছিলেন।
অভিনেত্রী দেবলীনা দত্ত এদিন নিজেই তাঁর লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি পোস্ট করার পর থেকেই সকলে তাঁকে বাহবায় ভরিয়ে তুলেছেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাঁর এই লুকের প্রশংসা করেছেন। নীলিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবলীনার এই লুকের মিল পেয়েছেন পরিচালক অনীক দত্ত। অভিনেত্রীর সাজের প্রশংসা শোনা যায় রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের গলাতেও।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছেন তিনি কীভাবে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত করেছেন। অভিনেত্রী এর আগেও বাঙাল ভাষায় কথা বলতে হবে এমন ছবিতে কাজ করেছেন। ফলে সেই ভাষাটা তাঁর রপ্ত ছিলই। যদিও তিনি আরও অতিরিক্ত চেষ্টা করেছেন যাতে সেটাকে নিখুঁত করা যায়। এর জন্য তিনি বাসবী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ের থেকে সেই ভাষার উচ্চারণ শিখেছেন।
এছাড়াও গৌতম বন্দ্যোপাধ্যায়ের থেকে তাঁর বাবা মায়ের গল্প শুনে ভানু এবং নীলিমার সম্পর্ক বোঝার চেষ্টা করেছেন। তাঁদের রসায়ন কেমন ছিল, তাঁরা যে স্বামী স্ত্রীর থেকে একে অন্যের বন্ধু বেশি ছিলেন সেই কথাও জেনেছেন চরিত্রটাকে বোঝার জন্য, করার জন্য। একই সঙ্গে দেবলীনা জানান নীলিমা কীভাবে একজন গায়িকা হয়েও ভানু বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তাঁর সমস্ত ওঠা পড়ায় যেহেতু অভিনেতার বাবা কখনও চাননি যে ছেলে অভিনেতা হোক। তিনি যেমন দক্ষ হাতে সংসার সামলাতেন, তেমনই সংসারের অর্থনৈতিক দিকটাও অনেকটাই দেখতেন।
আরও পড়ুন: ‘চ্যালেঞ্জিং চরিত্র পেয়েছি, কিন্তু তবুও…’ দেবলীনার দীর্ঘ কেরিয়ারে হাতে গোনা কয়েকটি লিড রোল, কেন?
আরও পড়ুন: দুবাইয়ের বাণিজ্য মন্ত্রীকে নিজের আঁকা উপহার মমতার, প্রবাসীদের সঙ্গে মাতলেন দেশাত্মবোধক গানের সুরে
পর্দায় নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটাকে নিখুঁত করে ফুটিয়ে তোলার জন্য তাঁর জীবনের সমস্ত গল্প, অধ্যায় রপ্ত করেছেন দেবলীনা। কিন্তু তাই বলে এমন একটা চরিত্র করতে মোটেই ভয় পাননি তিনি। কিন্তু আতঙ্কে ছিলেন যে কেমন হবে না হবে বিষয়টা। তারপর যখন অভিনেতার সন্তানরাই তাঁর প্রশংসা করেন তখন যেন তিনি স্বস্তির নিশ্বাস ফেলেন।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও শ্বাশতর সঙ্গে কাজ করেছেন দেবলীনা। এক আকাশের নিচে ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here