এক অঙ্কের রানেই আউট প্রথম ৩ ব্যাটার, তবুও জয়, নিজেদের নজির স্পর্শ নিউজিল্যান্ডের
শুভব্রত মুখার্জি: আইসিসি আয়োজিত টুর্নামেন্টের ইতিহাসে ধারাবাহিক পারফরম্যান্সকারী দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড দল। ওয়ানডে হোক কিংবা টি-২০ বিশ্বকাপ যে কোনও ফর্ম্যাটেই কিউয়িদের পারফরম্যান্স বেশ ভালো। আর সেই ধারাকেই যেন চলতি টি-২০ বিশ্বকাপে বজায় রাখল কেন উইলিয়ামসন বাহিনী। আর এর সঙ্গে সঙ্গেই তারা স্পর্শ করেছেন ছয় বছর আগে গড়া নিজেদের বিরল নজিরকে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড একমাত্র দল যাদের প্রথম তিন ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার পরেও তারা ম্যাচ জিততে সমর্থ হয়েছে। যে নজির বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত নেই আর কোনও দেশের!
উল্লেখ্য ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেখানে আয়োজকদের বিরুদ্ধে প্রথমবার এই নজির গড়েছিল নিউজিল্যান্ড দল। সেই ম্যাচে তাদের প্রথম ৩ ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার পরেও তারা ভারতকে হারিয়েছিল ৪৭ রানের বড় ব্যবধানে। আর তারপরেই ছয় বছরে বাদে নিজেদের গড়া সেই নজির স্পর্শ করল কিউয়িরা। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাদের প্রথম তিন ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার পরেও ৬৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে তারা।
এদিন ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন আউট হন মাত্র ১ রানে। অপর ওপেনার ডেভন কনওয়েও আউট হয়ে যান মাত্র ১ রানে। অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হন ৮ রানে। দলীয় ১৫ রানেই পড়ে গিয়েছিল তিন উইকেট। সেখান থেকে গ্লেন ফিলিপসের মারকাটারি ১০৪ রানের ইনিংসে ভর করে ১৬৭ রান তুলতে সমর্থ হয় নিউজিল্যান্ড দল। যার জবাবে মাত্র ১০২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। ফলে ৬৫ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।
প্রসঙ্গত নিউজিল্যান্ড সমর্থকদের আদরের ‘ব্ল্যাকক্যাপসরা’ বর্তমানে আইসিসির টেস্ট চ্যাম্পিয়ন। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলেন তারা। ২০১৯ সালে সেই ফাইনালে আইসিসির বিতর্কিত নিয়মে ভর করে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সুপার ওভারেও ম্যাচ অমীমাংসিত থাকায় ম্যাচে বেশি চার মারার কারণে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এখানেই শেষ নয় গত টি-২০ বিশ্বকাপেরও ফাইনালে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড দল। ২০২১ সালে আমিরশাহিতে সেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে তাদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে।
For all the latest Sports News Click Here