একে অপরে ডুবে রয়েছেন, জন্মদিনে ফের উঠে এল রিজওয়ান-দেবচন্দ্রিমার প্রেমের জল্পনা
সত্যিই কি প্রেমে পড়েছেন টেলি অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। আর সেই প্রেমিকার নাম দেবচন্দ্রিমা সিংহ রায়! যদিও দেবচন্দ্রিমা এবং রিজওয়ান বরাবরই তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন। দেবচন্দ্রিমা ও রিজওয়ানের কথায়, ‘তাঁরা শুধুই ভালো বন্ধু’। এদিকে গত ২৯ মার্চ ছিল অভিনেত্রী দেবচন্দ্রিমার জন্মদিন। শুভেচ্ছা জানাতে ভোলেননি রিজওয়ান।
ভাবছেন তো বন্ধু বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই পারেন, এটা নিয়ে আলোচনার কীই বা আছে! হ্য়াঁ, তা পারেন বৈকি। তবে রিজওয়ান শুভেচ্ছাবার্তার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন, তা নিয়ে আলোচনা হবে বৈকি। ছবিতে দেবচন্দ্রিমাকে কোমর থেকে জড়িয়ে ধরে রয়েছেন রিজওয়ান। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা একে অপরে মগ্ন। দেবচন্দ্রিমা ঠোঁটের কোণে লেগে লাজুক হাসি। রিজওয়ান লিখেছেন, ‘শুভ জন্মদিন দেবচন্দ্রিমা, তোমার সব স্বপ্ন সফল হোক।’ উত্তরে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রীও কমেন্টে একটি লাভ ইমোজি দিয়েছেন। রিজওয়ানের পোস্ট করা এই রিলস ভিডিয়ো নতুন করে দেবচন্দ্রিমার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা বাড়িয়ে দিয়েছে। যদি এর আগের দেবচন্দ্রিমা বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। ইন্ডাস্ট্রিতে ও আমার সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেম নেই। আর হবেও না। এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত।’ তবে তাঁদের সম্পর্ক কোন পথে এগোবে, তা ভবিষ্য়তই বলবে।
আরও পড়ুন-বাঙালির নস্টালজিয়ায় ভর করে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’য় মিঠুন চক্রবর্তী
আরও পড়ুন-কোম্পানি থেকে নিখোঁজ মহিলা কর্মী, সন্দেহর তালিকায় টোটা, পদক্ষেপ চান স্বস্তিকাও
অভিনেতা রিজওয়ান রব্বানি শেখের এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই যেমন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, ঠিক তেমনই কেউ কেউ লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে দেখতে চাই।’ প্রসঙ্গত ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন রিজওয়ান ও দেবচন্দ্রিমা। শেষবার দেবচন্দ্রিমাকে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে দেখা গিয়েছে। অন্যদিকে রিজওয়ান অভিনয় করেছেন ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে।
শোনা গিয়েছিল রিজওয়ানের প্রেমে পড়ার কারণেই নাকি দীর্ঘদিনের প্রেমিক সায়ন্ত মোদকের সাথে ব্রেকআপ হয়েছিল দেবচন্দ্রিমার। ‘কাজল লতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই ছিল সম্পর্ক দেবচন্দ্রিমা ও সায়ন্তনের। একসঙ্গে তাঁরা মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন। তবে হঠাৎই শোনা গিয়েছিল তাঁদের বিচ্ছেদের খবর।
For all the latest entertainment News Click Here