একেবারে অন্য রকম মেজাজে প্রীতি, সোশ্যাল মিডিয়ায় জানালেন এর কারণ
বর্তমানে ভারতে রয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। সময় কাটাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে দেখা করে। আর তার ফাঁকে তাঁকে দেশের ইতিউতি ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে। মুম্বাই ভ্রমণ পর, অভিনেত্রী এখন রয়েছেন দিল্লিতে। সেই দিল্লি সফরের বেশ কিছু ছবি তিনি দর্শকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে এই সফরের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।
দিল্লিতে গিয়ে প্রীতি তাঁর ছেলেবেলার এক বন্ধুর সঙ্গেও দেখা করেন। তাঁরা সেই ৭ বছর বয়স থেকে একে অন্যের বন্ধুর। ছোটবেলার প্রিয় বন্ধুর সঙ্গে ছবি তুলে সেটাও অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।
অভিনেত্রী যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তাঁকে একটি সাদা-কালো রঙের পোশাকে দেখা যায়। তাঁর চোখ চশমা ছিল। অন্যদিকে তাঁর বন্ধুও একটি কালো রঙের পোশাক পরেছিলেন ছবি তোলার সময়। এই ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ‘শোলে’ ছবির সেই বিখ্যাত গানের কলি লেখেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে, তোরেঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে।’
তিনি আরও বেশ কিছু কথা লেখেন এই ক্যাপশনে। অভিনেত্রীর কথায়, ‘যখন তুমি কাউকে সেই ৭ বছর বয়স থেকে চেনো এবং যে এখনও তোমার প্রিয় বন্ধু তাহলে জেনো তোমরা দুজনেই সত্যিকারের বন্ধুত্ব কী সেটা বুঝেছ। এই ছবি বন্ধুত্ব, ভালোবাসা এবং আনন্দের আজ এবং আগামীর জন্য।’ একই সঙ্গে তিনি এই পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন। সেখানে তিনি লেখেন, টিং, বেস্ট ফ্রেন্ড, দিল্লি ডায়রিজ।
বন্ধুর সঙ্গে দেখা করার আগে অভিনেত্রী রাজধানীর একটি মন্দিরেও যান। তিনি তাঁর গাড়িতে বসেই দিল্লির পথ, ঘাট, মন্দিরের ভিডিয়ো বানান। তাঁকে একাধিক মানুষের সঙ্গেও ছবি তুলতে দেখা যায়। একটি কমলা রঙের ওড়না দিয়ে অভিনেত্রী মাথা ঢেকে রেখেছিলেন।
তিনি এই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার মনে হয় দিল্লির সমস্ত রাস্তাই মরঘাটের হনুমান মন্দিরের দিকে যায়। আমার ভাগ্য অত্যন্ত ভালো যে আজ রাতে আমি এত ভালো করে দর্শন করতে পারলাম। মন্দিরের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্যে করার জন্য।’
তিনি আরও বলেন, ‘কিন্তু যখন ডাক আসে তখন রাস্তা নিজেই তৈরি হয়ে যায়, আর মন আত্মা সব আনন্দে ভরে যায়। মন থেকে আমি মন্দিরের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হনুমান। জয় শ্রী রাম।’ তিনি এই পোস্টে হনুমান মন্দির, দিল্লি ডায়রি এবং টিং হ্যাশট্যাগ ব্যবহার করেন।
প্রীতি বর্তমানে তাঁর স্বামী জিনি গুডএনাফের সঙ্গে আমেরিকায় থাকেন। তাঁরা ২০১৬ সালে বিয়ে করেন, এবং তারপর থেকে অভিনেত্রী সেখানেই থাকেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের যমজ সন্তান হয়, জয় এবং জিয়া। সম্প্রতি তিনি ভারতে এসেছেন। এসেই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন।
For all the latest entertainment News Click Here