একা লড়লেন ক্যাপ্টেন নিগার, বাকিরা ডাহা ফেল, বিশ্বকাপে ফের হার বাংলাদেশের
কাজে এল না ব্যাট হাতে ক্যাপ্টেন নিগার সুলতানার অনবদ্য লড়াই। বাকিদের ব্যর্থতায় চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে ফের হারের মুখ দেখতে হল বাংলাদেশকে।
সেন্ট জর্জেস পার্কে এ-গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে কোনও রকমে ১০০ রানের গণ্ডি টপকে নিজেদের ইনিংস শেষ করে। তারা ৭ উইকেটে ১০৭ রান তোলে।
লড়াকু হাফ-সেঞ্চুরি করেন নিগার সুলতানা। তিনি ৫৭ রান করে আউট হন। ৫০ বলের ইনিংসে সুলতানা ৭টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে দুই অঙ্কর রান বলতে স্বর্ণা আক্তারের ১২। ২৭ বলের টেস্ট সুলভ ইনিংসে তিনি ১টি চার মারেন। এছাড়া শামিমা সুলতানা ১, মুর্শিদা খাতুন ৭, শোভনা ৭, রুমনা আহমেদ ৪, ঋতু মনি ৩, নাহিদা আক্তার ৬ ও মারুফা আক্তার ১ রান করেন।
অস্ট্রেলিয়ার জর্জিয়া ওয়্যারহ্যাম ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২৩ রানে ২টি উইকেট দখল করেন ডার্সি ব্রাউন। ২১ রানে ১টি উইকেট নিয়েছেন মেগান শুট। ১৭ রানে ১টি উইকেট পকেটে পোরেন অ্যাশলেই গার্ডনার। উইকেট পাননি অ্যালানা কিং ও এলিস পেরি।
আরও পড়ুন:- WPL Auction: কোহলিকে বিয়ে করতে চাওয়া ড্যানির দলই জুটল না উইমেন্স প্রিমিয়র লিগে, অবিক্রিত থাকলেন যে সব তারকা
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৮.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
ক্যাপ্টেন মেগ ল্যানিংকে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয়। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করে নট-আউট থাকেন। ৪৯ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। এছাড়া ওপেন করতে নেমে অ্যালিসা হিলি ৩৬ বলে ৩৭ রান করেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- Gujarat Giants Squad: অল-রাউন্ডারে ভরা বিদেশি নির্ভর দল গড়ল গুজরাট, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড
৫ বলে ২ রান করে আউট হন অপর ওপেনার বেথ মুনি। অ্যাশলেই গার্ডনার নট-আউট থাকেন ব্যক্তিগত ১৯ রানে। ২০ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। ১টি করে উইকেট নেন বাংলাদেশের মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। ম্যাচের সেরা হয়েছেন জর্জিয়া।
চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হার মানেন নিগার সুলতানারা। অন্যদিকে, টানা ২ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া লিগ টেবিলের শীর্ষে উঠে আসে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here