একান্ত ব্যক্তিগত- ইশানকে দিয়ে পূজারার কাছে বার্তা পাঠানো নিয়ে রহস্য রাখলেন রোহিত
শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে অজিরা। সিরিজের ফল আপাতত ২-১। বাকি রয়েছে শুধুমাত্র আমেদাবাদের চতুর্থ টেস্ট। ইন্দোর টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে অর্ধশতরান করেছেন চেতেশ্বর পূজারা। ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন কিপার ব্যাটার ইশান কিষাণের মাধ্যমে পূজারাকে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে দেখা যায় রোহিতকে। সেই বিষয়েই রোহিতকে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টিকে একান্ত ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন: আমার সময় শেষ, এটা কামিন্সের টিম- ইন্দোরে টেস্ট জিতিয়েও বাস্তবের মাটিতে স্মিথ
ইন্দোরে অজিদের কাছে হারের পরে মিডিয়ার মুখোমুখি হন রোহিত। যেখানে দলের হারের কারণ থেকে শুরু করে ব্যাটিং সব বিষয় নিয়েই মুখ খুলেছেন তিনি। মুখ খুলেছেন ইশান কিষাণের মাধ্যমে তাঁর পূজারাকে বার্তা পাঠানোর ভাইরাল ভিডিয়ো নিয়েও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত বিষয় বন্ধু। আমি যেটা ….(বলেছি), সেটা খুব ব্যক্তিগত। খেলার সঙ্গে ওই বার্তার কোনও যোগাযোগ নেই। বিষয়টা আমাদের পরিকল্পনা নিয়ে। আমি আপনাদের বিষয়টি বলতে পারতাম, যদি বিষয়টি ব্যক্তিগত না হত।’
আরও পড়ুন: ICC T20 Rankings-এ একেবারে ২১ ধাপ এগিয়ে গেলেন রিচা, বাকিদের হাল কী?
বিশেষজ্ঞদের অনেকের মতেই, রোহিত সে দিন ইশনারে মাধ্যমে পূজারার ধীরগতিতে খেলা নিয়ে বলছিলেন। ম্যাচের পরিস্থিতি দেখে চালিয়ে খেলার কথা বলছিলেন তিনি। তাঁর অঙ্গভঙ্গি দেখে অনেকের আন্দাজ, তিনি স্টেপ আউট করে ফিল্ডের উপর দিয়ে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকানোর কথা বলছিলেন। ভারতের সেই সময়ে স্কোর ছিল সাত উইকেটে ১৪৪ রান। সেই বিশেষ বার্তা পূজারার কাছে পৌঁছানোর পরেই তিনি বেশ আক্রমণাত্মক খেলা শুরু করেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নাথান লিয়নকে স্টেপ আউট করে বিরাট ছক্কাও হাঁকান তিনি। পূজারা ৫৯ রান করে আউট হন। ভারত দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য রান তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here