একাকিত্ব কাটাতে দীপিকার সোলো ট্রিপ ভুটানে? রণবীরকে না দেখে ফের বিচ্ছেদের গুঞ্জন
শনিবার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভরিয়ে দিয়েছেন দীপিকা পাহাড়ি ভুটানের একাধিক ছবিতে। আর এই ছবির সিরিজ শুরু হয়েছিল দীপিকার একটি একা ছবি দিয়ে, যাতে ‘পিকু’ অভিনেতাকে জঙ্গলে পাথরের উপর বসে থাকতে দেখা যায়। এবার ভক্ত মনে প্রশ্ন, তাহলে রণবীর-দীপিকার সুখের সংসারে ভাঙন ধরার যে জল্পনা শোনা যাচ্ছিল তা কি সত্যি?
গত মাসেই এক অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনে ঝটকা মেরে রণবীরের হাত সরিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকেই লেগে পড়েছিল নিন্দুকরা বিচ্ছেদের জল্পনা নিয়ে। তবে ইনস্টাগ্রামে যে ছবিগুলি অভিনেত্রী শেয়ার করেছেন তাতে বোঝা যাচ্ছে খুব সম্ভবত সোলো ট্রিপেই গিয়েছিলেন তিনি। কারণ, রণবীর সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও নেই কোনও ছবিতে।
ভুটানের আকাশ, জঙ্গল, নদী, সেখান কঁচিকাচাদের ছবি ইনস্টায় দিয়েছেন তিনি। জঙ্গলে পাথরের উপর বসে থাকতে দেখা যায় যেই ছবিটিতে সেখানে দীপিকা পরে আছেন একটি কালো রঙের অ্যাথলিজার। যা ইঙ্গিত করছে খুব সম্ভবত হাইকিং করতেই গিয়েছিলেন দীপিকা।
ভুটানের খাবারও কিন্তু চেখে দেখেছেন। দীপিকা এর আগেও জানিয়েছেন তিনি খেতে ভালোবাসেন। আর কোথাও ঘুরতে গিয়ে সেখানকার খাবারের স্বাদ নিতে ভোলেন না একেবারেই। একটি ছবিতে ভুটানের কিছু বাচ্চাদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গেল তাঁকে।
দেখে নিন ছবিগুলি-
কাজের সূত্রে, দীপিকাকে শেষ দেখা গিয়েছে শাহরুখ খানের সঙ্গে পাঠান সিনেমায়। তিনি ইতিমধ্যেই ‘ফাইটার’-এর শুটিং শুরু করেছেন। এই সিনেমায় তাকে প্রথমবার হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, ‘ফাইটার’-এ অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং ২০২৪ সালের ২৫ জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা। হাতে রয়েছে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রজেক্ট কে। যদিও বিগ বি এই ছবির সেটে চোট পাওয়ায় শ্যুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, অভিনেত্রীকে অমিতাভের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ রিমেকেও তাকে দেখতে পাবেন ভক্তরা। এই ছবির প্রযোজকও তিনি।
অন্য দিকে, রণবীর সিং-এর শেষ ছবি সার্কাশ, যা ফ্লপ করে। তার আগে জয়েশভাই জোরদারও ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তিনি আলিয়া ভাটের সঙ্গে রকি অর রানি কি প্রেম কাহানি-র শ্যুট। আদিত্য চোপড়ার পরের ছবির নায়কও তিনি, যদিও সেটার নাম এখনও ঠিক হয়নি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here