একাকিত্বের ফলে অবসাদের শিকার, মনোবিদের শরণাপন্ন হয়েছিলেন জ্যাকলিন!
অভিনয় ছাড়াও পজিটিভ মনোভাবের জন্য ফ্যানদের মধ্যে দারুণ জনপ্রিয় জ্যাকলিন ফার্নান্ডেজ। তবে ২০২০ সালে লকডাউনের সময় একাকিত্বের ফলে অবসাদের শিকার হয়েছিলেন এই বলি-নায়িকা। সম্প্রতি, শিল্পা শেট্টি কুন্দ্রার টক শো-তে হাজির হয়ে সযত্নে লুকিয়ে রাখা নিজের ব্যক্তিগত জীবনের নানা টুকিটাকি ব্যাপার এই প্রথম শেয়ার করলেন তিনি। ‘কিক’-এর নায়িকা আরও জানান পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে শেষমেশ তাঁকে এক মনোবিদের শরণাপন্ন হতে হয়েছিল। তাঁর সাহায্যেই সেই কঠিন সময় পেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি আরও জানান এমন বহু মানুষ রয়েছেন যাঁরা নিজের পরিবারের থেকে কর্মসূত্রে দূরে থাকেন। এবং একা থাকেন। এবং এতটাই একা থাকেন যে নিজেদের মনের কথা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না তাঁদের কাছে। জ্যাকলিনও ঠিক ঠান্ডা দলেই পড়েন। আর তাছাড়া তিনি এমনিতে একটু চুপচাপ। লোকজনের সঙ্গে খুব বেশি মিশনে না। আর মিশলেও নিজের মনের কথা সবার কাছে প্রকাশ করে উঠতে পারেন না। আর এই একাকিত্ব থেকেই অবসাদ গ্রাস করেছিল তাঁকে। এক মনোবিদের সাহায্যে, তাঁর পরামর্শে সেই কঠিন সময় থেকে যে বেরিয়ে এসেছেনসেকথাও অকপটে স্বীকার করেছেন তিনি। পাশাপাশি ও জানাতে ভোলেননি যে বহু মানুষের মনেই এই ধারণা রয়েছে যে মনোবিদের কাছে গেলে বুঝি কোনও লাভ হয় না। কিন্তু এই তথ্য একেবারেই ঠিক নয়।
সোশ্যাল মিডিয়ায় অনেক সময় তাঁকে নিয়ে যখন বিদ্রুপ, নিন্দা, ট্রোলিং হয় সেসব কীভাবে সামলান তিনি, তা নিয়েও মুখ খুলেছেন ‘বচ্চন পাণ্ডে’-এর নায়িকা। জানালেন, সেসব গুরুত্ব দেননা যিনি। সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকার চেষ্টা করে যান। আর সেইসঙ্গে জ্যাকলিন এটুকু বুঝেছেন যে জীবনের কোনও খারাপ অভিজ্ঞতা কাউকে পুরোপুরি একজন খারাপ মানুষে পরিণত করে দিতে পারে না।
প্রসঙ্গত, ২০০ কোটির আর্থিক প্রতরণার মামলায় গ্রেফতার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে গত বছর জলঘোলা কম হয়নি সংবাদ মাধ্যমে। গত বছর এই মামলায় ইডির জেরার মুখেও পড়েছিলেন জ্যাকলিন। বলি সুন্দরীর নাম জারি হয়েছিল সমন-ও। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছিল, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে চার্জশিট ফাইল করেছে ইডি সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে জ্যাকলিনের জন্য ১০ কোটি টাকা খরচ করেছেন সুকেশ। ২০২১ সালের জানুয়ারি মাসে পরিচয় দুজনের। এই স্বল্প সময়ের মধ্যেই বলি নায়িকার দেখভালে এই বিপুল পরিমাণ টাকা উড়িয়েছেন হাজার হাজার কোটি টাকা প্রতরণার দায়ে অভিযুক্ত কনম্যান।
For all the latest entertainment News Click Here